ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

সীতাকুণ্ডের ত্যাগী রাজনীতিক বদরুলের মৃত্যুবার্ষিকী আজ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১২, ৩ আগস্ট ২০২০

সীতাকুণ্ডের ত্যাগী রাজনীতিক, সাবেক ছাত্রনেতা ও মৎস্য অধিদপ্তরের সাবেক উপ-সহকারী পরিচালক মরহুম আ জ ম বদরুল হাসানের ১১তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৯ সালের ৩ আগস্ট হার্টস্ট্রোক করে অকালে পৃথিবীর মায়া ছেড়ে পরকালে পাড়ি জমান তিনি।

সীতাকুণ্ডের ছাত্র রাজনীতিতে রয়েছে তাঁর প্রবাদতুল্য অবদান। বদরুল ছিলেন মুজিবাদর্শের পরীক্ষিত সৈনিক। সীতাকুণ্ডের  স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনে বদরুল হাসান অগ্রণী ভূমিকা পালন করেন। আশির দশকে সীতাকুণ্ড রেল স্টেশনসংলগ্ন বদরুল হাসানের বাসাটি (বঙ্গবন্ধু হল হিসেবে পরিচিত) ছিল সকল আন্দোলন-সংগ্রামের সূতিকাগার। 

ছাত্র সমাজে মেধাবী, বিচক্ষণ ও সংগ্রামী ছাত্রনেতা হিসেবে তাঁর ভাবমূর্তি ছিল বেশ সমুজ্জ্বল। নীতি-আদর্শের প্রশ্নে বদরুল ছিলেন বরাবরই আপোসহীন।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি