ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

আজ সাংবাদিক সালেহ চৌধুরীর মৃত্যুবার্ষিকী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৩, ১ সেপ্টেম্বর ২০২০

মুক্তিযুদ্ধে সুনামগঞ্জের হাওর অঞ্চলে গেরিলা যুদ্ধের অন্যতম প্রধান সংগঠক সাংবাদিক সালেহ চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০১৭ সালের আজকের এই দিনে ৮১ বছর বয়সে তিনি মারা যান।

সালেহ চৌধুরী বিলুপ্ত দৈনিক বাংলার সহযোগী সম্পাদক ছিলেন। জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য এবং কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি ছিলেন তিনি। 

সেক্টর কমান্ডারস ফোরামের উপদেষ্টা হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সৈয়দ আবদুল্লাহ খালিদ নির্মিত ভাস্কর্য ‘অপরাজেয় বাংলা’র নামকরণও করেন তিনি। 

সালেহ চৌধুরী ১৯৩৬ সালের ১১ নভেম্বর সুনামগঞ্জের গচিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। নিজ গ্রামেই পড়ালেখায় হাতেখড়ি। এরপর তিনি উচ্চশিক্ষা নিয়েছেন লাহোরে। লেখালেখি আর দাবা খেলা ছিল তার আগ্রহের বিষয়। তবে বইপড়া ছিল তার প্রধান বিনোদন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি