ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করবে বিসিবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৫, ২৮ সেপ্টেম্বর ২০২০

বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেসার পাঁচ সন্তানের মধ্যে জ্যৈষ্ঠ সন্তান শেখ হাসিনা। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, এমপি।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে তাঁর দীর্ঘ আয়ূ ও সু-স্বাস্থ্য কামনায় বিশেষ প্রার্থনার ব্যবস্থা করেছে বিসিবি।

জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে এবং ঢাকা শহরের বিভিন্ন এতিমখানায় খাবার বিতরণ করবে। একাডেমি মাঠে দুপুর ১টায় এর মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হবে।

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি