ঢাকা, মঙ্গলবার   ২১ জানুয়ারি ২০২৫

এমএন লারমার মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪১, ১০ নভেম্বর ২০২০

সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৩৭তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৮৩ সালের ১০ নভেম্বর খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের হামলায় নিহত হন তিনি।

১৯৩৯ সালের ১৫ সেপ্টেম্বর রাঙামাটি জেলার নানিয়াচর উপজেলার মাওরুম (মহাপুরুম) এলাকায় জন্মগ্রহণ করেন এমএন লারমা। 

মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডির একটি মিলনায়তনে স্মরণসভা, পুষ্পস্তবক অর্পণ, গণসংগীত ও প্রদীপ প্রজ্বালন কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তার ৩৭তম মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির আহ্বায়ক ও সাংবাদিক আবু সাঈদ খান।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি