ঢাকা, মঙ্গলবার   ২১ জানুয়ারি ২০২৫

মুনীর চৌধুরীর জন্মদিনে গুগলের ডুডল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৯, ২৭ নভেম্বর ২০২০

শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর জন্মদিন আজ। প্রখ্যাত এই লেখক ১৯২৫ সালের ২৭ নভেম্বর মানিকগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তার প্রতি সম্মান দেখিয়ে সার্চ জায়ান্ট গুগল ডুডল প্রকাশ করেছে। ২৭ নভেম্বরের প্রথম প্রহরে ডুডল প্রকাশ করে গুগল।

এতে দেখা যায়, গুগলের লোগোর মাঝখানে শহীদ মুনীর চৌধুরী খোলা বই হাতে। গায়ে শাল জড়ানো। চোখে মোটা কালো ফ্রেমের চশমা। এ উপলক্ষে গুগলের লোগোও বিশেষভাবে তৈরি করা হয়েছে। ছবির ওপরে ক্লিক করলে মুনীর চৌধুরীর ছবিসহ তার বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

শহীদ মুনীর চৌধুরী ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শহীদ হন।

উল্লেখ্য, গুগল বাংলাদেশের বরেণ্য ব্যক্তিত্ব ও বিশিষ্ট জনদের জন্মদিন, মৃত্যুদিবস ও বিশেষ দিবসের স্মরণে ডুডল প্রকাশ করে।
এসএ/


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি