ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

প্রধানমন্ত্রীর শোক

বীর মুক্তিযোদ্ধা আবুল ফজল মাষ্টার মারা গেছেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৩, ১ ডিসেম্বর ২০২০

শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও শরীয়তপুর সদর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল ফজল মাষ্টার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর ন্যাশনাল কিডনি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ফজল মাষ্টার বিগত দুই মাসাধিককাল ধরে হার্ট, কিডনিসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় শেখ হাসিনা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

অপরদিকে শোক প্রকাশ করেছেন- পানিসম্পদ উপমন্ত্রী ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এ কে এম এনামুল হক শামীম, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসেন অপু এবং শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক।

পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
সূত্র : বাসস
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি