ঢাকা, মঙ্গলবার   ২১ জানুয়ারি ২০২৫

কবি আবদুল হাই মাশরেকীর মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৬, ৪ ডিসেম্বর ২০২০

সাধারণ মানুষের আকাঙ্ক্ষার রূপকার ও কৃষক জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী কবি আবদুল হাই মাশরেকীর ৩২তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ১৯৮৮ সালের ৪ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।

আবদুল হাই মাশরেকী ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের কাঁকনহাটি গ্রামে মাতুলালয়ে ১৯০৯ সালের ১ এপ্রিল জন্মগ্রহণ করেন। তার বাবা ওসমান গণি সরকার ও মা রহিমা খাতুন। তিনি জমিদারবিরোধী আন্দোলনের অন্যতম নায়ক ছিলেন। 

বাংলা সাহিত্যে লোকজ বিষয় ও শব্দ গাঁথুনির আধুনিক কাব্যস্রষ্টা আবদুল হাই মাশরেকী। তিনি আধুনিক কবিতার পাশাপাশি লিখেছেন পল্লিগীতি, আধুনিক গান, জারি, পুথি, গীতিনাট্য, গল্প, নাটক। একই সঙ্গে রচনা করেছেন অনুবাদগ্রন্থ। এ ছাড়াও আল্লা মেঘ দে পানি দে, আমার কাঙ্খের কলসি গিয়াছে ভাসি, বহুদিনের পিরিত গো বন্ধু, তারা মরে নাই তারা যে অমর, বাংলা মা তোর শ্যামল বরণসহ গ্রামবাংলার মানুষের মুখে ভেসে বেড়ানো অনেক জনপ্রিয় গানের রচয়িতা আবদুল হাই মাশরেকী।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে কবি আবদুল হাই মাশরেকী পরিষদ বিভিন্ন কর্মসূচি নিয়েছে। এর মধ্যে রয়েছে আজ সকাল ১০টায় কবির মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ এবং বিকেল ৪টায় কবি ভবনে দোয়া মাহফিল ও আলোচনা সভা।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি