ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

অধ্যাপক অজয় রায়ের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৮, ৯ ডিসেম্বর ২০২০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মুক্তিযোদ্ধা, পদার্থবিজ্ঞানী, বিজ্ঞান লেখক এবং মানবাধিকার কর্মী অধ্যাপক অজয় রায়ের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছরের এই দিনে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

অজয় রায়ের জন্ম ১৯৩৫ সালের ১ মার্চ দিনাজপুরে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইংল্যান্ডের লিডস বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যায় পড়াশোনা করেছেন তিনি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে দীর্ঘ কর্মজীবনে গবেষণাকেই প্রাধান্য দিয়েছেন। একাত্তরের মুক্তিযুদ্ধ এবং যুদ্ধোত্তর বাংলাদেশের প্রায় সব গণতান্ত্রিক ও নাগরিক আন্দোলনে তার সম্পৃক্ততা ছিল। ২০১২ সালে পদার্থবিজ্ঞানে অবদানের জন্য একুশে পদক অর্জন করেন। এশিয়াটিক সোসাইটির বিজ্ঞান বিভাগের সম্পাদক ও ইতিহাস পরিষদের সহসভাপতি ছিলেন তিনি।

২০১৫ সালে তার ছেলে বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডের পর থেকেই অসুস্থ হয়ে পড়েন অধ্যাপক অজয় রায়। চার বছর অসুস্থতার পর মৃত্যু ঘটে দেশবরেণ্য এই পদার্থবিজ্ঞানীর।

দিনটি উপলক্ষে অজয় রায়ের পরিবারসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি