ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

ডক্টর কুদরাত-ই-খোদার ৪৫তম মৃত্যুবার্ষিকী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৪, ৩ নভেম্বর ২০২১

শিক্ষাবিদ ও বিজ্ঞানী ডক্টর কুদরাত-ই-খোদার ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ। বহুমুখি প্রতিভার অধিকারি এই বিজ্ঞানী ১৯৭৭ সালের ৩ নভেম্বর প্রয়াত হন। 

১৯০০ সালে ভারতে জন্মগ্রহণ করেন কুদরাত-ই-খোদা। শুরুতে তাঁর পরিবার তাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিলেও বাংলায় কুদরাতের অসামান্য কৃতিত্বে মুগ্ধ হয়ে তার মামা তাকে স্কুলে ভর্তি করিয়ে দেন। এরপর ইতিহাস। 

কোলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে রসায়নে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করার পর লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিক্রি অর্জন করেন।

শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করার পর পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বিজ্ঞান উপদেষ্টা হিসাবে দায়িত্ব নেন। ঢাকায় প্রতিষ্ঠা করেন বিজ্ঞান গবেষণাগার। 

পাটকাঠি থেকে পারটেক্স উৎপাদন তাঁর সবেচেয় বড় অবদান। 

বাংলাদেশ স্বাধীন হবার পর তিনি জাতীয় শিক্ষা কমিশনের প্রধান হিসাবে প্রতিবেদন প্রদান করেন। যা কুদরাত-ই-খোদা শিক্ষা কমিশন রিপোর্ট হিসাবে পরিচিত। 

বিজ্ঞানে অসাধারণ অবদানের জন্য তিনি একুশে পদক ও স্বাধীনতা পদকে ভূষিত হন। 

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি