ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

মরমি কবি হাছন রাজার মৃত্যুবার্ষিকী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৬, ৬ ডিসেম্বর ২০২১

মরমি কবি হাছন রাজার ৯৯তম মৃত্যুবার্ষিকী ৬ ডিসেম্বর, সোমবার। ১৯২২ সালের এই দিনে তিনি মারা যান। তার গবেষণা-সাধনা ও শিল্পকর্ম ছিল গণকল্যাণমুখী। তিনি ছিলেন জমিদার, আবার সুরের সাধকও ছিলেন। কবি নিজের সৃষ্টির মাধ্যমে বাংলার গৌরবকে দাঁড় করে দিয়েছিলেন আন্তর্জাতিক পরিমণ্ডলে।

১৮৫৪ সালের সালের ২১ ডিসেম্বর সুনামগঞ্জ শহরের লক্ষণশ্রীর ধনাঢ্য জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন হাছন রাজা। তার জীবনের বিভিন্ন সময়ে প্রায় ২০০ গান রচনা করেছেন। তার গানে সহজ সরল স্বাভাবিক ভাষায় মানবতার চিরন্তন বাণী যেমন উচ্চারিত হয়েছিল। তেমনি আধ্যাত্মিক কবিও ছিলেন তিনি।

জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুল আবেদীন হাছন রাজার শততম মৃত্যুবার্ষিকীতে উৎসবের কথা জানিয়ে বলেছেন, “জমি পেলে হাছন রাজা জাদুঘর করার উদ্যোগ নেবে সংস্কৃতি মন্ত্রণালয়।”

এ ছাড়া লোকসংস্কৃতির শক্তিধর এই মহাজনকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সরকারি উদ্যোগের দাবি জানিয়ে হাছন রাজার প্রপৌত্র সামারিন দেওয়ান বলেন, “হাছন রাজার জন্ম-মৃত্যুবার্ষিকী সরকারি উদ্যোগে পালন করা হোক।”
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি