ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সাবেক সচিব-রাষ্ট্রদূত নুরুন্নবী চৌধুরীর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৬, ১০ জুন ২০২২ | আপডেট: ২০:১৭, ১০ জুন ২০২২

সাবেক সচিব ও রাষ্ট্রদূত নুরুন্নবী চৌধুরী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

শুক্রবার সকালে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি স্ত্রী ও চার কন্যা রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। 

উল্লেখ্য, সাবেক সচিব ও রাষ্ট্রদূত নুরুন্নবী চৌধুরী পেশাগত জীবনে অত্যন্ত সৎ, দক্ষ আর সজ্জন ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তাঁর মৃত্যুতে দেশ একজন মেধাবী সন্তানকে হারালো। 

এমএম/কেআই


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি