ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বেবী মওদুদের মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪০, ২৫ জুলাই ২০২২

এ এন মাহফুজা খাতুন বেবী মওদুদ।

এ এন মাহফুজা খাতুন বেবী মওদুদ।

লেখক-সাংবাদিক-গবেষক ও নারী অধিকার আন্দোলনের অন্যতম সংগঠক সাবেক সংসদ সদস্য এ এন মাহফুজা খাতুন বেবী মওদুদের ৮ম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১৪ সালের ২৫ জুলাই ৬৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

বেবী মওদুদের জন্ম ১৯৪৮ সালের ২৩ জুন, কলকাতায়। পিতা বিচারপতি আবদুল মওদুদ ছিলেন কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ড এবং নজরুল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি। সংস্কৃতি, ফার্সি, আরবী ও ইংরেজী ভাষায় বিস্তর দখল ছিল বিচারপতি মওদুদের। কলকাতায় ছাত্রাবস্থায় দৈনিক আজাদ, মাসিক মোহাম্মদী, সওগাত এবং ইত্তেহাদ পত্রিকায় নিয়মিত প্রকাশিত হতো তার লেখা প্রবন্ধ। এই গুণী মানুষটির তৃতীয় সন্তান বেবী মওদুদ।

মুক্তিযুদ্ধের আগে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সদস্য হিসেবে ছাত্র রাজনীতিতে যুক্ত হন বেবী মওদুদ।

১৯৬৭-৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্রী সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬৯ সালে আসাদ হত্যার প্রতিবাদে রাজপথে মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন অসীম সাহসে। যুক্ত ছিলেন অসহযোগ আন্দোলনেও। ১৯৭১ সালে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। মুক্তিযুদ্ধে কবি সুফিয়া কামালের সঙ্গে স্বাধীনতার পক্ষে মুক্তিযোদ্ধাদের সহায়তায় বিভিন্ন কর্মকান্ডে যুক্ত হন তিনি।

১৯৬৩ সালে দৈনিক সংবাদ, ইত্তেফাক এবং চিত্রালী পত্রিকায় লেখালেখি শুরুর মধ্য দিয়ে সাংবাদিকতায় তার হাতেখড়ি হলেও ১৯৬৭ সাল থেকে সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন বেবী মওদুদ।

তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে- বঙ্গবন্ধু শেখ মুজিব ও তার পরিবার, মনে মনে (ছোট গল্প), শেখ মুজিবের ছেলেবেলা (শিশু সাহিত্য), দুঃখ-কষ্ট-ভালোবাসা (উপন্যাস) গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনা, দীপ্তর জন্য ভালোবাসা, আমার রোকেয়া, রোকেয়া পাঠ, টুনুর হারিয়ে যাওয়া, শান্তুর আনন্দ, এক যে ছিলো আনু, মুক্তিযোদ্ধা মানিক, কিশোর সাহিত্য সমগ্র, নিবন্ধ সমগ্র-অন্তরে বাহিরে, পাকিস্তানে বাংলাদেশের নারী পাচার এবং পুটুর জন্য ছড়া ও কবিতা।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি