ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

আকবর আলী খানের জানাজা সম্পন্ন, দাফন বুদ্ধিজীবী কবরস্থানে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৭, ৯ সেপ্টেম্বর ২০২২

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আকবর আলী খানের জানাজা রাজধানীর গুলশান সেন্ট্রাল মসজিদে (আজাদ মসজিদ) সম্পন্ন হয়েছে। 

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বাদ জুমা এ জানাজা সম্পন্ন হয়। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।

এর আগে, সকাল সাড়ে ৯টায় হাসপাতাল থেকে তার লাশ গুলশান-১ এর বাসায় নেওয়া হয়। তার আগে সকাল থেকেই অনেকে ভিড় করছিলেন লাশের অপেক্ষায়।

আকবর আলি খান বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি।

১৯৪৪ সালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জন্মগ্রহণ করেন আকবর আলি খান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি লাভ করেন।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি