ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

হুমায়ূন আহমদের ৭৪তম জন্মদিন, নুহাশপল্লীতে ভক্তদের ভিড় (ভিডিও)

অপূর্ব রায়, গাজীপুর থেকে

প্রকাশিত : ১১:২৬, ১৩ নভেম্বর ২০২২ | আপডেট: ১১:২৭, ১৩ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

নন্দিত কথা সাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমদের ৭৪তম জন্মদিন আজ। তাঁকে স্মরণ করতে নুহাশপল্লীতে ভিড় ভক্তদের।

প্রকৃতির কাছাকাছি থেকে শিল্পচর্চার মানসে ১৯৯৭ সালে গাজীপুরের নিভৃত পল্লী পিরুজালিতে কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ প্রায় ৩৫ বিঘা জমির উপর গড়ে তোলেন ‘নুহাশপল্লী’। 

হূমায়ুন আহমেদের জন্ম ১৯৪৮-এর ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়ার কুতুবপুর গ্রামে। ২০১২’র ১৯ জুলাই দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ছেলের নামে নামকরণ করা প্রিয় নুহাশপল্লীতে লিচু বাগানের নিচে চিরনিদ্রায় শায়িত আছেন বরেণ্য এই কথাশিল্পী।

হুমায়ুন ভক্তরা জানান, এখানে আসলে একটা শান্তি পাওয়া যায়, এই জিনিসটা অন্য জায়গায় পাওয়া যায় না। এই জায়গাটা দেখার মাধ্যমে ওনাকে স্মরণ করা।

প্রতিটি স্থাপনা, গাছপালা তিনি যেভাবে রেখে গেছেন, সেইভাবেই ধরে রাখা হয়েছে বলে জানিয়েছে নূহাশপল্লী পরিচালনা কর্তৃপক্ষ। 

পরিচালনা কর্তৃপক্ষ বলেন, “মনে হয়, স্যার আমাদের মাঝেই আছেন। প্রত্যেকটা জায়গায় বিরাজ করছেন।”

সৃজনশীল কাজের মধ্য দিয়ে যুগ যুগ বেঁচে থাকবেন জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমদ, জন্মদিনে এমনই প্রত্যাশা অনুরাগীদের।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি