শেখ মুজিবের রাজনৈতিক গুরু যাঁরা? জীবনের আদর্শ মনে করতেন তাঁদের
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন আলেখ্য (পর্ব-০৯)
প্রকাশিত : ১৯:৪৪, ২০ ফেব্রুয়ারি ২০২৩ | আপডেট: ২২:২৭, ২০ ফেব্রুয়ারি ২০২৩
১৯৪৪ সাল। কুষ্টিয়াতে অনুষ্ঠিত নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের সম্মেলনে যোগ দেন তরুণ ছাত্র শেখ মুজিবুর রহমান। এই আনুষ্ঠানিকতার মাধ্যমে রাজনীতির মাঠে পুরোপুরি সক্রিয় হন তিনি। অভিষেক হয় নতুন জীবনের। আবার একই বছরে ফরিদপুর ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের সম্পাদক নিযুক্ত হন শেখ মুজিব।
এর আগের ক’বছর অর্থাৎ ১৯৩৯ থেকে ১৯৪৩ অব্দি ঘটে যাওয়া বহুমাত্রিক ঘটনা ছাপ ফেলেছিল। সোহরাওয়ার্দীর পাশ্চাত্য রাজনীতির পরিশীলিত ধারার পাশাপাশি শরৎ বসু, কিরণশঙ্কর রায় ও আবুল হাশিমের অসাম্প্রদায়িক চেতনায় উদ্ধুদ্ধ হয়েছিলেন তিনি। গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরে পরিচিত হয়েছিলেন বিপ্লবী ধারার রাজনীতির সঙ্গে। যে কারণে নেতাজী সুভাষ বসু ও দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের রাজনীতির মতাদর্শ দাগ কেটেছির তাঁর মনে। নজরুল, আবুল হাশিম ও হুমায়ুন কবিরের শুদ্ধ সংস্কৃতি ও রাজনীতির সুসমন্বিত দর্শন প্রভাব ফেলেছিল। শেখ মুজিবের মানস-গঠন ও রাজনৈতিক চিন্তার বিকাশে বিশিষ্টদের জীবনদর্শন তাই বহুদূর বিস্তৃত।
( ড. অখিল পোদ্দার, প্রধান বার্তা সম্পাদক, একুশে টেলিভিশন)
email: podderakhil@gmail.com