ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

১৯৪৭ সালে মহাত্মা গান্ধীর সঙ্গে দেখা করেন শেখ মুজিবুর রহমান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন আলেখ্য (পর্ব-১১)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৩, ২২ ফেব্রুয়ারি ২০২৩ | আপডেট: ১৯:৩৪, ২২ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

১৯৪৭ সাল। নানান দিক থেকে শেখ মুজিবুর রহমানের জীবন ও রাজনীতির জন্য  ভিন্নতর এক সময়। একদিকে ভারত ভাগের অস্থিরতা, অন্যদিকে পড়ালেখার চাপ। উদ্বিগ্ন সময় সামাল দিয়ে অগ্নিগর্ভ সময়টিতে বিএ পাশ করেন তিনি। ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন মেধাবী মুজিব। ১৯৪৪ সালে কৃতিত্বের সঙ্গে আইএ পাস করেছিলেন বাঙালির অবিসংবাদিত নেতা। 

কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত ইসলামিয়া কলেজের বেশ সুনাম ছিল ঐ সময়। ইসলামিয়া কলেজের কৃতি ছাত্র মুজিব ততদিনে সোহরাওয়ার্দীর বরপুত্র হিসেবে খ্যাতি লাভ করেছে। 

১৯৪৭ সালে ভারত ভাগের সময়টাতে দাঙ্গা প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করেন শেখ মুজিব। শান্তি মিশন চলাকালে তিনি মহাত্মা গান্ধীর সঙ্গে দেখা করেন। ভারত ও পাকিস্তানের পাশাপাশি স্বাধীন বাংলা প্রতিষ্ঠার লড়াইয়ে সেসময় হোসেন শহীদ সোহরাওয়ার্দীর আন্দোলনে যোগ দেন। যদিও এই আন্দোলন অল্প সময়ে বাতিল হয়ে  যায়। কিন্তু মোটাদাগে এটিই স্বতন্ত্র ও স্বাধীন রাষ্ট্র গড়ার ভিত্তি হয়ে ওঠে।  

( ড. অখিল পোদ্দার, প্রধান বার্তা সম্পাদক, একুশে টেলিভিশন) 
 email: podderakhil@gmail.com

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি