ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত শোভাযাত্রায় সভাপতিত্ব করেন শেখ মুজিব

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন আলেখ্য (পর্ব-১৭)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৪, ৬ মার্চ ২০২৩ | আপডেট: ২১:৪৪, ৬ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ প্রথম গঠন হয়েছিল ১৯৪৭ সালের ১ অক্টোবর। বাংলা ভাষার মর্যাদা আদায়ের লক্ষ্যে পাকিস্তান সরকারের বিরুদ্ধে বাঙালি রাজনীতিবিদ ও বুদ্ধিজীবীদের সংগঠন ছিল এটি। পাকিস্তান পুলিশের হাতে গ্রেফতার শেখ মুজিবসহ অন্যদের মুক্তি উপলক্ষে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় শোভাযাত্রা করে। শেখ মুজিব এতে সভাপতিত্ব করেন। পুলিশ অবরোধ করে রাখে এই শোভাযাত্রা। 

১৫ মার্চ মুজিবুর রহমানের নেতৃত্বে  রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গড়ে ওঠে। পুলিশি মারধোর ও ধরপাকড়ের বিরুদ্ধে ১৯৪৮ সালের ১৭ মার্চ দেশব্যাপী ছাত্র ধর্মঘটের ঘোষনা দেন শেখ মুজিবুর রহমান। ১৯ মার্চ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীদের অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলনের ডাক দেন।  
১৯৪৮ খ্রিস্টাব্দের ২১ মার্চ। উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষনা দেন পাকিস্তানের জনক মোহাম্মদ আলী জিন্নাহ। এতে পূর্ব পাকিস্তানের জনগন ফুঁসে ওঠে। শেখ মুজিব মুসলিম লীগের পূর্বপরিকল্পিত সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের সিদ্ধান্ত নিয়ে অনড় থাকেন।     

( ড. অখিল পোদ্দার, প্রধান বার্তা সম্পাদক, একুশে টেলিভিশন) 
 email: podderakhil@gmail.com


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি