ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

রাষ্ট্রভাষা বাংলা’র দাবিতে ১৩ দিন অনশন করেন শেখ মুজিব

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন আলেখ্য (পর্ব-২৬)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২১, ৩০ মার্চ ২০২৩

১৯৫০ সালের ৩১ ডিসেম্বর যখন গ্রেফতার হন শেখ মুজিব তার পর থেকে টানা দু’বছর জেলে থাকতে হয়েছিল তাঁর। ততোদিনে বাংলা ভাষা আন্দোলনের দাবিতে উত্তাল হয়েছে ঢাকার রাজপথ থেকে গলি-মহল্লা।  

১৯৫২ সালের ২৬ জানুয়ারি মুজিবের জেলমুক্তির আদেশ পাঠ করার কথা থাকলেও খাজা নাজিমুদ্দিন ঘোষণা করলেন, উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। এর প্রতিবাদে বন্দি অবস্থায় শেখ মুজিব ২১ ফেব্রুয়ারিকে রাজবন্দি মুক্তি এবং বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি দিবস হিসেবে পালন করার জন্য রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদকে আহ্বান জানান। 

কারাগারে থেকেই তিনি নির্দেশ দেন, কিভাবে বাংলা ভাষার দাবি আদায়ের আন্দোলন চলবে। অতপর ২১ ফেব্রুয়ারিকে রাষ্ট্রভাষার দাবি আদায়ের দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত হয়। জেল থেকে শেখ মুজিব ১৪ ফেব্রুয়ারি থেকে অনশন পালনের সিদ্ধান্ত নেন। মুজিবের এই অনশন ১৩ দিন স্থায়ী ছিল। ১৯৫২ সালের ২৬ শে ফেব্রুয়ারি জেল থেকে মুক্তি পান শেখ মুজিবুর রহমান। 

( ড. অখিল পোদ্দার, প্রধান বার্তা সম্পাদক, একুশে টেলিভিশন) 
 email: podderakhil@gmail.com  

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি