ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

হত্যার প্রতিবাদে টানা ১৭ দিন অনশন করেন শেখ মুজিব

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন আলেখ্য (পর্ব-২৮)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৯, ১ এপ্রিল ২০২৩

২১ ফেব্রুয়ারি ১৯৫২ সাল। ১৪৪ ধারা ভঙ্গ করেন আন্দোলনরত ছাত্র-জনতা। মিছিল বের করে অগ্রসর হতেই চলে গুলি। 
পুলিশের গুলিতে শহীদ হন রফিক শফিক সালাম বরকত জব্বারসহ আরও অনেকে। শেখ মুজিবুর রহমান তখন জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে। সেখান থেকে সংবাদ শোনার পর শহীদদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানান। এতোগুলো প্রাণ ঝরে যাওয়ার শোকে মুহ্যমান মুজিব ভেঙে পড়েননি। দ্রোহের আগুন থেকে স্বাধীনতা বিপ্লবের আলো জ্বালবার চেষ্টা অব্যাহত রাখেন। কী হতে পারে পরবর্তী করণীয়, জেল থেকেই তা ঠিক করে দিয়েছেন। কারাগার থেকে পাঠানো বিবৃতি টানা তিন দিন অব্যাহত রাখেন। 

ভাষা আন্দোলনের মিছিলে গুলি চালিয়ে হত্যার প্রতিবাদে টানা ১৭ দিন অনশন করেন শেখ মুজিব। জেলখানা থেকে আন্দোলনকারীদের সঙ্গে যোগাযোগ রাখার দায়ে ঢাকা থেকে ফরিদপুর কারাগারে স্থানান্তর করা হয় তাঁকে।

একটানা অনশন করে মারাত্মক অসুস্থ হয়ে পড়েছিলেন শেখ মুজিবুর রহমান। স্বাস্থ্যগত কারণে ফরিদপুর জেল থেকে ২৬ ফেব্রুয়ারি মুক্তি লাভ করেন তিনি। 

( ড. অখিল পোদ্দার, প্রধান বার্তা সম্পাদক, একুশে টেলিভিশন) 
 email: podderakhil@gmail.com  

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি