ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

১৯৫৪’র নির্বাচনে গোপালগঞ্জের আসনে বিজয়ী হন শেখ মুজিব

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন আলেখ্য (পর্ব-৩৪)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৫, ১২ এপ্রিল ২০২৩

১৯৫৪ সালের ১০ মার্চ সাধারণ নির্বাচনে ২৩৭টি মুসলিম আসনের মধ্যে যুক্তফ্রন্ট ২২৩টি আসনে বিজয়ী হয়। মওলানা ভাসানীর নেতৃত্বাধীন আওয়ামী মুসলিম লীগ ১৪০ টি আসন লাভ করে। শেরে বাংলা এ কে ফজলুল হকের কৃষক শ্রমিক পার্টি ৩৪ টি আসন পায়। নেজামী ইসলাম পার্টি ১২ টি, যুবলীগ ১৫ টি, গণতন্ত্রী দল ১০ টি, কমিউনিস্ট পার্টি ৪ টি ও পরে যোগ দেয়া স্বতন্ত্র পার্টি পায় ৮ টি আসন। ক্ষমতাসীন মুসলিম লীগ অপমানজনকভাবে এ নির্বাচনে পরাজিত হয়। তারা পেয়েছিল মাত্র ৯ টি আসন। পরবর্তীতে চট্টগ্রাম থেকে নির্বাচিত ১ জন মুসলিম লীগে যোগ দিলে তাদের আসন বেড়ে দাঁড়ায় ১০ টি। 

পূর্ববাংলায় ভোট বিপ্লব ঘটে। জয় হয় জাতীয়তাবাদের। ১৯৫৪ সালের ২ এপ্রিল সরকারিভাবে ভোটের ফল প্রকাশ হয়। গোপালগঞ্জের আসনে বিজয়ী হন শেখ মুজিবুর রহমান। মুজিব প্রায় ১০ হাজার ভোটে পরাজিত করেন মুসলিম লীগের প্রার্থী ওয়াহিদুজ্জামান ঠান্ডা মিয়াকে। প্রাদেশিক আইনসভার এমএলএ নির্বাচিত হন তিনি। এই নির্বাচন সম্পর্কে বঙ্গবন্ধু বলেছিলেন, জনসাধারণ আমাকে শুধু ভোটই দেয়নি, প্রায় ৫ হাজার টাকা নজরানা হিসেবে দিয়েছিল নির্বাচনের খরচ চালানোর জন্য।  

( ড. অখিল পোদ্দার, প্রধান বার্তা সম্পাদক, একুশে টেলিভিশন) 
 email: podderakhil@gmail.com  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি