ঢাকা, রবিবার   ০৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

যুক্তফ্রন্ট সরকারের কৃষিমন্ত্রী ছিলেন শেখ মুজিব

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন আলেখ্য (পর্ব-৪৪)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৯, ৪ মে ২০২৩

Ekushey Television Ltd.

১৯৫৬ সালের ১৬ সেপ্টেম্বর শেখ মুজিবুর রহমান আবারও মন্ত্রী হলেন। খান আতাউর রহমানের নেতৃত্বে প্রাদেশিক সরকারে শিল্প, বাণিজ্য, শ্রম, দুর্নীতিরোধ ও গ্রামীণ সহায়তাবিষয়ক মন্ত্রী হিসেবে যোগ দেন তিনি। এর আগে ১৯৫৪ সালের নির্বাচনে জয়ী হয়ে শেখ মুজিব যুক্তফ্রন্ট সরকারের কৃষিমন্ত্রী হয়েছিলেন।  

১৯৫৬ সালের ৬ সেপ্টেম্বর আতাউর রহমান খানের নেতৃত্বে পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগের কোয়ালিশন সরকার গঠিত হয়। এর এক সপ্তাহ পর পশ্চিম পাকিস্তানের কয়েকটি দলের সঙ্গে কোয়ালিশন করে হোসেন শহীদ সোহরাওয়ার্দী পাকিস্তানের কেন্দ্রীয় প্রধানমন্ত্রী হন। ফলে প্রদেশ ও কেন্দ্র দুটি জায়গাতেই আওয়ামী লীগের সরকার প্রতিষ্ঠিত হয়। 
     
ততোদিনে ঢাকা মেডিকেলের ফটকের পাশে স্থায়ী শহীদ মিনার নির্মাণ হয়েছে। একুশের লড়াই-সংগ্রাম থেকে জেগে ওঠা স্বাধীনতার চেতনা ততোদিনে স্থায়ী রূপ পেয়েছে। একুশের উৎস থেকে স্বাধিকার আন্দোলনের বিশ্বাস ঘনীভূত হয়েছিল। নতুন করে স্বপ্ন জেগেছিল গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা বিনির্মাণের। শেখ মুজিব বিভিন্ন আন্দোলন সংগ্রামে ধারাবাহিকভাবে নেতৃত্ব দিয়ে আসছিলেন। স্বাধিকার আন্দোলনের প্রশ্নে মাত্র নয় মাসের মাথায় তিনি মন্ত্রিত্ব ছাড়েন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে পরবর্তী লড়াই সংগ্রামের জন্য তিনি শক্তিশালীভাবে সম্পৃক্ত হন জনগণের সঙ্গে। পাশাপাশি দল সুসংহত করতে ১৯৫৭ সালের ৩০ মে স্বেচ্ছায় মন্ত্রীসভা থেকে পদত্যাগ করেন বাঙালির অবিসংবাদিত নেতা শেখ মুজিব। 

( ড. অখিল পোদ্দার, প্রধান বার্তা সম্পাদক, একুশে টেলিভিশন) 
 email: podderakhil@gmail.com 


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি