সাহারা খাতুনের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা ও দোয়া মাহফিল
প্রকাশিত : ১৯:৫৯, ১১ জুলাই ২০২৩ | আপডেট: ২০:২১, ১১ জুলাই ২০২৩
বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী সাহারা খাতুনের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করেছেন ঢাকা আঠারো আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান।
বিকেলে উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে আয়োজিত আলোচনা সভা এবং দোয় মাহফিলে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের থানা ও ওয়ার্ডে নেতাকর্মিরা যোগ দেন।
আসন্ন নির্বাচন উপলক্ষে দলমত নির্বিশেষে সবাইকে এক সঙ্গে কজ করার আহ্বান জানান মোহাম্মদ হাবিব হাসান। এ ছাড়া যে কোন ষড়যন্ত্র মেকাবেলায় সবাইকে সজাগ থাকারো আহ্বান জানান বক্তারা।
উল্লেখ্য, ২০২০ সালের ৯ জুলাই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাহারা খাতুন।
সাহারা খাতুন ১৯৪৩ সালের ১ মার্চ ঢাকার কুর্মিটোলায় জন্মগ্রহণ করেন। তিনি রাজনীতির পাশাপাশি আইন পেশায় নিযুক্ত ছিলেন। ছাত্রজীবনেই রাজনীতিতে নাম লেখান তিনি। ১৯৬৯ সালে আওয়ামী লীগের মহিলা শাখা গঠিত হলে তিনি ওই সংগঠনের জন্য কাজ শুরু করেন।
সাহারা খাতুন ঢাকা মহানগর আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা ছিলেন। পরবর্তী সময়ে মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং সাধারণ সম্পাদক পদেও দায়িত্ব পালন করেন। স্বাধীনতাসংগ্রাম, স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ নানা সংগ্রামে সক্রিয় ভূমিকার জন্য কারাবরণও করেছেন তিনি।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বনানী কবরস্থানে মরহুমার কবরে তার রাজনৈতিক সহকর্মী ও অনুসারীরা শ্রদ্ধা নিবেদন করেন।
এমএম//