ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

সম্পাদক আবদুস সালামের ৪৭তম মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৭, ১৩ ফেব্রুয়ারি ২০২৪

প্রখ্যাত সাংবাদিক, দ্য বাংলাদেশ অবজারভারের সাবেক সম্পাদক মরহুম আবদুস সালামের ৪৭তম মৃত্যুবার্ষিকী আজ।

সাংবাদিকতায় একুশে পদকপ্রাপ্ত আবদুস সালাম ভাষা আন্দোলনে প্রথম কারাবরণকারী সম্পাদক, পাকিস্তান সম্পাদক পরিষদের সভাপতি, সাবেক পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ সদস্য, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা মহাপরিচালক ও জাতীয় প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। মহীরুহ এ সাংবাদিক ১৯১০ সালের ২ আগস্ট ফেনীর ফুলগাজী উপজেলায় জন্মগ্রহণ করেন। ১৯৭৭ সালের আজকের এই দিনে ৬৬ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।

আবদুস সালামের পরিবারের উদ্যোগে ধানমন্ডির বাসভবনে বাদ মাগরিব মিলাদ মাহফিল এবং স্পৃহা সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের উদ্যোগে বিকালে ধানমন্ডির কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়া বুধবার বনানীর কবর জিয়ারত ও দুস্থদের মধ্যে তবারক বিতরণের আয়োজন করা হয়েছে। —বিজ্ঞপ্তি

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি