রত্মগর্ভা মা নির্মলা রানী রায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী কাল
প্রকাশিত : ০৮:৫৮, ২৫ ফেব্রুয়ারি ২০২৪
রত্মগর্ভা মা নির্মলা রানী রায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী আগামীকাল সোমবার। ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগে ২০২১ সালের এই দিনে ফরিদপুর শহরের ঝিলটুলীর বাসভবনে পরলোকগমন করেন তিনি।
দৈনিক সমকালের জ্যেষ্ঠ প্রতিবেদক অমরেশ রায়, একুশে টেলিভিশনের বার্তা সম্পাদক অশোকেশ রায় এবং দৈনিক জনকণ্ঠের ফরিদপুর জেলার নিজসংবাদদাতা অভিজিৎ রায়রে মা তিনি।
সমবায় বিভাগের রাজশাহী অঞ্চলের অবসরপ্রাপ্ত উপ-নিবন্ধক (বিচার) বীর মুক্তিযোদ্ধা অর্দ্ধেন্দু শেখর রায়ের স্ত্রী নির্মলা রানী রায় ২০১৯ সালে আজাদ প্রোডাক্টস প্রবর্তিত ‘রত্মগর্ভা মা-২০১৮’ লাভ করেন। পরের বছর র্যপিড পিআর প্রবর্তিত ‘রত্মগর্ভা মা’ মনোনীত হন তিনি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয়ের ৫০ বছর পূর্তিতে ২০২১ সালে ফরিদপুর জেলা খেলাঘর তাকে দিয়েছে মরণোত্তর সম্মাননা পদক।
প্রয়াত নির্মলা রানী রায়ের ছয় ছেলের মধ্যে সাংবাদকিতা পেশায় যুক্ত তিনজন ছাড়াও দুই ছেলে ফরিদপুর জজকোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি)। তারা হচ্ছেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট অনিমেষ রায় ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট অলোকেশ রায়। শিক্ষকতা পেশায় যুক্ত অন্য ছেলে অপরেশ রায় অপু, ফরিদপুর সানরাইজ প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালক তিনি।
প্রয়াত নির্মলা রানী রায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল সোমবার ফরিদপুর শহরের ঝিলটুলীর বাসভবনে রামায়ণ গানসহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠান ও বস্ত্রদান করা হবে।
এএইচ