ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বঙ্গবন্ধুর বাবার মৃত্যুবার্ষিক উপলক্ষে দোয়া অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৭, ৩০ মার্চ ২০১৮ | আপডেট: ১৬:৪৮, ২৩ এপ্রিল ২০১৮

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাবা শেখ লুৎফর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বাদ মাগরিব ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে কোরআন খানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া, বঙ্গবন্ধু পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীরা মিলাদে অংশগ্রহণ করেন। ১৯৭৫ সালের এই দিনে শেখ লুৎফর রহমান ইন্তেকাল করেন। তার চার মেয়ে ও দুই ছেলের মধ্যে বঙ্গবন্ধু ছিলেন তৃতীয়।

টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি