পুঁথিসম্রাট আবদুল করিম সাহিত্যবিশারদের প্রয়াণ দিবস আজ
প্রকাশিত : ০৭:৫৬, ৩০ সেপ্টেম্বর ২০১৮
পুঁথিসম্রাট আবদুল করিম সাহিত্যবিশারদের ৬৫তম প্রয়াণ দিবস আজ। ১৯৫৩ সালের এই দিনে মারা যান তিনি। ভারত উপমহাদেশের জ্ঞানসাধকদের মধ্যে তিনি একজন। আজও ড. সুনীতিকুমার, ড. দীনেশচন্দ্র সেন, ড. হরপ্রসাদ শাস্ত্রীর নামের সঙ্গে তার নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়।
আবদুল করিম সাহিত্যবিশারদের জন্ম ১৮৭১ সালে ১১ অক্টোবর চট্টগ্রাম জেলার পটিয়া থানার সুচক্রদণ্ডী গ্রামে। ম্যাট্রিক পাসের পর দারিদ্র্যের কারণেই আর অগ্রসর হতে পারেননি প্রাতিষ্ঠানিক শিক্ষায়। তিনি প্রাচীন ও মধ্যযুগের বাংলা কাব্যের হাতে লেখা পাণ্ডুলিপি (পুঁথি) গ্রামে গ্রামে ঘুরে সংগ্রহ করতেন। সম্পাদনা করে পাঠাতেন ‘বঙ্গীয় সাহিত্য পরিষদ’ পত্রিকায়।
আবদুল করিম সাহিত্যবিশারদ উনিশ-বিশ শতকের রেনেসাঁর মানসপুত্রদের একজন। সাহিত্যবিশারদ কেবল পুঁথি সংগ্রাহক ছিলেন না, সৃজনশীল, চিন্তাশীল লেখকও ছিলেন। অসংখ্য প্রবন্ধও লিখেছেন তিনি।
এসএ/