আজ সঙ্গীতশিল্পী হাফিজুর রহমানের মৃত্যুবার্ষিকী
প্রকাশিত : ০৮:৫০, ৪ জানুয়ারি ২০১৯ | আপডেট: ০৮:৫২, ৪ জানুয়ারি ২০১৯
ভাওয়াইয়া ও লোকসঙ্গীতশিল্পী এবং সঙ্গীত পরিচালক হাফিজুর রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৪ সালের এ দিনে ঢাকায় মারা যান তিনি।
হাফিজুর রহমানের লেখা ও নিজের সুরে গাওয়া বিখ্যাত গান ‘নাতি-খাতি বেলা গেল শুতি পাল্লাম না, আহা রে সদরুদ্দির মা...’।
ভারতের প্রখ্যাত লোকসঙ্গীতশিল্পী ও সুরকার নির্মলেন্দু চৌধুরী সুরারোপ করে গেয়েছিলেন তার দুটি বিখ্যাত গান- ‘ঝাল বাড়ে আর লাল বাড়ে ভাই মরিচ পাকিলে’ এবং ‘না জাইনা খেলতাছোরে মন ফুটবলের খেলা’। ‘আগেপিছে না জানিয়া বন্ধু কইরো না পিরিতি’সহ অনেক জনপ্রিয় গান রয়েছে তার।
এই গুণী শিল্পী ১৯৩৭ সালের ৫ ফেব্রুয়ারি মাগুরার বালিয়াডাঙ্গায় জন্মগ্রহণ করেন।
এসএ/