ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

সাবেক তথ্যমন্ত্রী মিজানুর রহমান শেলী আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২০, ১২ আগস্ট ২০১৯ | আপডেট: ২২:৪৮, ১২ আগস্ট ২০১৯

সাবেক তথ্যমন্ত্রী ড. মিজানুর রহমান শেলী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার (১২ আগস্ট) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মিজানুর রহমান শেলী কিডনি, হার্ট, লাং ও ম‌স্তি‌ষ্কের বি‌ভিন্ন জ‌টিল রো‌গে ভুগ‌ছি‌লেন। গত শ‌নিবার তা‌কে বিএসএমএমইউ‌ আই‌সিইউ‌তে নিয়ে আসা হয়। আজ দুপুর সোয়া‌ ২টায় রেস‌পি‌রেট‌রি ফেই‌লিউর হ‌য়ে তি‌নি মারা যান।

ডা. কনক কান্তি বড়ুয়া জানান, রাষ্ট্রবিজ্ঞানী, শিক্ষাবিদ ও সাহিত্যিক ড. মিজানুর রহমান শেলী গত ২৫ জুন অসুস্থ হয়ে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি বার্ধক্যকালীন নানা জটিলতায় ভুগছিলেন।

এদিকে মিজানুর রহমান শেলীর নাতি মাহফুজ মিজান জানান, রাজধানীর শমরিতা হাসপাতালের মর্গে ড. মিজানের মরদেহ রাখা হবে। বিদেশে অবস্থানরত তার ছেলে দেশে ফেরার পর আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

এমএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি