ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নূরজাহান মুরশিদের মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০১, ১ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১১:০৪, ১ সেপ্টেম্বর ২০১৯

বিশিষ্ট নারীনেত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নূরজাহান মুরশিদের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৩ সালের আজকের এই দিনে তিনি ইন্তেকাল করেন। নূরজাহান মুরশিদ ছিলেন প্রাদেশিক পরিষদের সদস্য।

ভারতের লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে মুজিবনগর সরকারের বিশেষ দূত হিসেবে এক ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন তিনি। এতে বাংলাদেশকে ভারতের স্বীকৃতি এবং সর্বাত্মক সহযোগিতার বিষয়টি ত্বরান্বিত হয়। পরে স্বাধীন বাংলাদেশে স্বাস্থ্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন নূরজাহান মুরশিদ। ১৯৬৯-৭১ সাল পর্যন্ত তিনি পাকিস্তান মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগকে পুনর্গঠনের গুরুদায়িত্ব পালন করেন তিনি।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রোববার নূরজাহান মুরশিদ সাংস্কৃতিক কেন্দ্র এবং তার পরিবারের পক্ষ থেকে সকাল ১১টায় তার কবরে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এ ছাড়া গরিব শিশুদের মধ্যে খাবার বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি