ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আজ আমিনা বশীরের তৃতীয় মৃত্যুবার্ষিকী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩২, ১৩ মে ২০২০

Ekushey Television Ltd.

দেশের আধুনিক চিত্রকলার অন্যতম পথিকৃৎ শিল্পী মুর্তজা বশীরের স্ত্রী আমিনা বশীরের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। বহুভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহর কনিষ্ঠ পুত্রবধূ আমিনা বশীর দীর্ঘদিন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ৭৭ বছর বয়সে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। 

এ উপলক্ষে পারিবারিকভাবে কোরআনখানি, দোয়া মাহফিল এবং গরিব ও অসহায়দের খাবার দেওয়ার কর্মসূচি আয়োজন করা হয়েছে। 

এ ছাড়া বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির আমিনা বশীর মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড আগামী জুলাই মাসে চতুর্থ বার্ষিক বক্তৃতা আয়োজন করবে। 

আমিনা বশীরের রুহের মাগফিরাত কামনায় আত্মীয় ও শুভানুধ্যায়ীদের দোয়া করতে পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। 
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি