ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কবি সুকান্তের ৭৩তম প্রয়াণ দিবস আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৯, ১৩ মে ২০২০

Ekushey Television Ltd.

তরুণ কবি সুকান্ত ভট্টাচার্যের ৭৩তম প্রয়াণ দিবস আজ। ১৯৪৭ সালের ১৩ মে মাত্র ২১ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। 

১৯২৬ সালের ১৫ আগস্ট কলকাতায় মামাবাড়িতে জন্ম নেওয়া এ কবির বাবার বাড়ি ফরিদপুরের কোটালীপাড়ায় (বর্তমানে গোপালগঞ্জ)। মাত্র ৯ বছর বয়সে তার কাব্য পরিচয় পাওয়া যায়। কিশোর বয়সেই সাম্যবাদের দিকে ঝুঁকে পড়েন এবং ভারতের কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য হন তিনি। ১৯৪৩ সালে দুর্ভিক্ষের সময় কবি সুকান্ত ধনী ও পুঁজিবাদের হৃদয়হীনতার বিরুদ্ধে কিশোর বাহিনী গড়ে তুলেছিলেন। ছড়ার কবি হিসেবেও তিনি খ্যাতি অর্জন করেছিলেন।

মার্কসবাদী ভাবধারায় বিশ্বাসী ও প্রগতিশীল চেতনার অধিকারী এ কবির মৃত্যুবার্ষিকী করোনা ভাইরাসের কারণে এ বছর বড় পরিসরে পালন হবে না বলে জানিয়েছেন সুকান্ত স্মৃতি সংসদের সভাপতি আয়নাল হোসেন শেখ। তবে আজ সকালে স্বাস্থ্যবিধি মেনে কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি