ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

জুভেন্টাসের জয়ে রোনালদোর গোল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২০, ২৩ জুন ২০২০

করোনা বিরতির পর মাঠে ফিরে প্রথম ম্যাচে পেনাল্টি মিস করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আবার সেই পেনাল্টি থেকেই সিরি আ-তে নিজেদের প্রথম ম্যাচে গোল পেলেন তিনি। পাওলো দিবালা-রোনালদো এই দুইয়ের নৈপুণ্যে বোলোনিয়াকে ২-০ গোলে হারিয়েছে জুভেন্টাস।

কোপা ইতালিয়ার সেমিফাইনালের দ্বিতীয় লেগে পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হন ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপর আসরের ফাইনালে নাপোলির বিপক্ষে টাইব্রেকারে হেরে যায় জুভেন্টাস। যদিও সেই টাইব্রেকারে কিক নেওয়ার সুযোগ পায়নি রোনালদো।

সেই ভুল কাটিয়ে সোমবার রাতে প্রতিপক্ষের মাঠে ২৩ মিনিটে ক্রিক্রিয়ানো রোনালদো পেনাল্টি থেকে গোল করে দলকে প্রথম লিড এনে দেন। ম্যাচের ২২ মিনিটের সময় ডি-বক্সের মধ্যে ফাউলের শিকার হন ডাচ তরুণ প্রতিভা ম্যাথিয়াস ডি লিট। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সেই স্পট কিক থেকে বল জালে জড়িয়ে দেন রোনালদো। 

এর ১৩ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন দিবালা। বার্নার্ডোস্কির বাড়িয়ে দেওয়া বলে ডি-বক্সের বাইরে থেকে এক বাঁকানো শটে গোল করেন দিবালা।

করোনা বিরতির পর ইতালিয়ান লিগ মাঠে ফিরেছে ২০ জুন। তবে জুভেন্তাসের লিগে এটিই প্রথম ম্যাচ। কোপা ইতালিয়া দিয়ে অবশ্য দলটা মাঠে ফিরেছিল আগেই। তবে কাপের শিরোপা ছোঁয়া হয়নি দলটির।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আর গোলের দেখা পায়নি কোন দলই। একদম শেষমুহূর্তে দলের বিপদ বাড়িয়েছেন জুভেন্টাসের ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলো। অযাচিত এক ফাউল করে দেখেছেন লাল কার্ড।

দিনের এই জয়ে  লিগের ২৭ ম্যাচ শেষে ২১ জয় ও ৩ ড্রতে ৬৬ পয়েন্ট তাদের। দুই নম্বরে থাকা লাৎসি এক ম্যাচ কম খেলে সংগ্রহ করেছে ৬২ পয়েন্ট।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি