ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

দাবাড়ুকে হারিয়ে চীনকে ভারতের জবাব!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৫, ১৮ জুলাই ২০২০ | আপডেট: ১৬:২১, ১৮ জুলাই ২০২০

কোনেরু হাম্পি

কোনেরু হাম্পি

চীন-ভারতের উত্তেজনার মধ্যে সুখবর নিয়ে এসেছে ভারতের দাবাড়ু। তারকা দাবাড়ু কোনেরু হাম্পি অনলাইন স্পিড চেস চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছেন।

বিশ্বের দু নম্বর হাম্পি হারিয়েছেন চীনের হোউ ইফানকে। ইনি এখন বিশ্বের এক নম্বর মহিলা দাবাড়ু। হাম্পির কাছে তিনি হেরেছেন ৬-৫-এ। আর এতে খুশির জোয়ার বইছে ভারতে। 

আরেক সেমিফাইনালে খেলবেন রাশিয়ার আলেসান্দ্রা কোস্তেনিয়ুক ও ইরানের সারসাদত খাদেমলশরিয়া। ওই ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে ২০ জুলাই ফাইনাল খেলবেন হাম্পি।

রাশিয়ার ভ্যালেন্টিনা গুনিনাকে কোয়ার্টার ফাইনালে হারিয়েছিলেন হাম্পি। এই টুর্নামেন্টে হাম্পি লাগাতার ভাল পারফর্ম করেছেন। কোয়ার্টার ফাইনালেও তিনি ৬-৫-এ জিতেছিলেন।

হাম্পি জিতলেও ভারতের আরেক দাবারু হরিকা দ্রোণবল্লী কোয়ার্টার ফাইনালে হেরেছেন। রাশিয়ার আলেসান্দ্রা কোস্তেনিয়ুকের কাছে তিনি হেরেছিলেন ৯-৩-এ।

এসি/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি