ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

করোনা আক্রান্ত রিয়াল স্ট্রাইকার মারিয়ানো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৭, ২৯ জুলাই ২০২০

চ্যাম্পিয়ন হয়ে মাত্র স্প্যানিশ লা লিগা শেষ করলো রিয়াল মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছ থেকে শিরোপা পুনরুদ্ধারের আনন্দে ভাসছে দলটি। এমন আনন্দের মুহূর্তে খারাপ খবর শুনতে হচ্ছে জিদানের দলকে। রিয়ালের স্ট্রাইকার মারিয়ানো দিয়াজের করোনা পজিটিভ।

মঙ্গলবার এক বিবৃতিতে ক্লাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে রিয়াল জানিয়েছে, ২৬ বছর বয়সী স্প্যানিশ ফুটবলার শারীরিকভাবে সুস্থ আছেন। বাড়িতে আইসোলেশনে আছেন তিনি।

১৯ জুলাই শেষ লিগ ম্যাচে লেগানেসের বিপক্ষে রিয়ালের স্কোয়াডে ছিলেন মারিয়ানো। তবে মাঠে নামা হয়নি তার। মারিয়ানো এ বছর রিয়ালের হয়ে মোট সাত ম্যাচ খেলেছেন। মার্চে বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোতে ২-০ গোলে জেতা ম্যাচটায় গোল করেছিলেন তিনি। যা রিয়ালের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখে।

সব মিলে রিয়ালের হয়ে ৪০ ম্যাচে ১০ গোল মারিয়ানোর। বেশিরভাগ ম্যাচই তিনি খেলেছেন বদলি হিসেবে।

শিরোপা জয়ের পর ছুটিতে ছিলেন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা। ছুটি শেষে চ্যাম্পিয়নস লিগের শীর্ষ ষোলোর প্রস্তুতি নেওয়ার জন্য অনুশীলনে ফিরেছেন তাঁরা। এর মাঝেই হঠাৎ এক সদস্যের করোনা আক্রান্তের খবর আসে।

৭ আগস্ট চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলবে রিয়াল। সেই ম্যাচে মারিয়ানোকে পাওয়া নিয়ে থাকছে শঙ্কা। ফেব্রুয়ারিতে প্রথম লেগে রিয়ালের মাঠ থেকে ২-১ এ জয় নিয়ে ফিরেছিল সিটি।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি