ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৬, ৮ আগস্ট ২০২০ | আপডেট: ০৮:২৭, ৮ আগস্ট ২০২০

ইংলিশ বোলাররা দ্বিতীয় ইনিংসে সুবিধা করতে দেয়নি আজহার আলির দলকে। ১৩৭ রান তুলতেই পাকিস্তান হারিয়েছে ৮ উইকেট। ০ রানে ফিরেছে প্রথম ইনিংসে সেঞ্চুরিয়ান শান মাসুদ। যদিও সফরকারিরা প্রথম ইনিংসে লিড পেয়েছে। তবুও ম্যাচের চতুর্থ দিনে রোমাঞ্চের আভাস মিলছে।

ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্টের শুরুর দুই দিনই দাপট দেখিয়েছে পাকিস্তান। প্রথম ইনিংসে ৩২৬ রান তোলার পর স্বাগতিক ইংল্যান্ডকে ২১৯ রানে আটকে দেয় তারা। ফলে ম্যাচের তৃতীয় দিনে প্রথম ইনিংসে ১০৭ রানের লিড পায় সফরকারীরা। এর পর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুক্রবার দিন শেষে ৮ উইকেট হারিয়ে ১৩৭ রান তুলেছে পাকিস্তান। এখন পর্যন্ত দলটির লিড ২৪৪।

ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডের তৃতীয় দিনটা ছিল আসলে বোলারদের। দুই দলের মোট ১৪টি উইকেট পড়েছে এ দিন। আগের দিনের ৪ উইকেটে ৯২ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা ইংল্যান্ড বাকি ৬টি উইকেট হারিয়ে ১২৭ রান যোগ করতে পারে দলীয় সংগ্রহে। 

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন অলি পোপ। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান আসে জস বাটলারের ব্যাট থেকে। পাকিস্তানের পক্ষে সর্বাধিক ৪ উইকেট নিয়েছেন ইয়াসির শাহ। আগের দিনের ১ উইকেটের সঙ্গে এদিন আরও ৩ উইকেট তুলে নেন তিনি। শাদাব খান ও মোহাম্মদ আব্বাস পেয়েছেন ২টি করে উইকেট।

এরপর পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে নিয়মিত বিরতিতে। ৬ রানে প্রথম, ৩৩ রানে দ্বিতীয়, ৪৮ রানে তৃতীয়, ৬৩ রানে চতুর্থ, ১০১ রানে পঞ্চম, ১২০ রানের মাথায় ষষ্ঠ, ১২২ রানে সপ্তম ও ১৩৭ রানের মাথায় অষ্টম উইকেট হারায়।

প্রথম ইনিংসে ১৫৬ রানের ইনিংস খেলা শান মাসুদ দ্বিতীয় ইনিংসে আউট হয়েছেন শূন্য রানে। ২৯ রান করে আসাদ শফিক এখন পর্যন্ত পাকিস্তানের সবচেয়ে সফল ব্যাটার। ২৭ রান করেছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান, আবিদ আলী ২০, আজহার আলী ১৮, শাদাব খান ১৫, বাবর আজম ৫ রান। ইংল্যান্ডের পক্ষে স্টুয়ার্ট ব্রড, ক্রিস উকস ও বেন স্টোকস নিয়েছেন ২টি করে উইকেট।

ইতিমধ্যে ইংল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের লিড পেয়েছে আজহার আলীরা। ক্রিজে আছেন টেল এন্ডার ইয়াসির শাহ ও মোহাম্মদ আব্বাস। এরা এই লিড আর কতটুকু বাড়াতে পারে তা দেখার বিষয়। 
এএইচ/ এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি