ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

প্রথমবারের মতো ইয়ুথ চ্যাম্পিয়ন রিয়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৮, ২৭ আগস্ট ২০২০

প্রথমবারের মতো উয়েফা ইয়ুথ লিগের শিরোপা জিতলো স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। বেনফিকা অনুর্ধ্ব-১৯ দলকে ৩-২ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইয়ুথ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো তারা।

উয়েফা ইয়ুথ লিগ শুরু হয়েছে ২০১৩ সাল থেকে। তবে এবারই প্রথম ফাইনাল নিশ্চিত করে রিয়াল মাদ্রিদের যুবা দল। শিরোপাও ঘরে তুলল স্প্যানিশ ক্লাবটি। তবে বেনফিকা এ নিয়ে তিনবার ফাইনালে উঠেও শিরোপা ঘরে তুলতে পারেনি। 

বুধবার দিবাগত রাতের এ ফাইনালে খেলার ২৬ মিনিটেই এগিয়ে যায় রিয়াল। আর নিজেদের ভুলে আত্মঘাতি গোলে প্রথমার্ধেই ২-০তে পিছিয়ে যায় বেনফিকা। দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য গোল করে ব্যবধান কমায় বেনফিকা। তবে আবারো গোলের দেখা পেতে দেরি হয়নি রিয়ালের। 

শেষ দিকে বেনফিকা আরেকটি গোল পরিশোধ করে ব্যবধান ৩-২ করতে পারলেও আরও একবার শিরোপা বঞ্চিত হয় দলটি। ফলশ্রুতিতে প্রথমবার ফাইনালে উঠেই শিরোপা নিশ্চিত করে স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। 

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি