ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইতালিয়ান ওপেন জিতলেন জকোভিচ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৭, ২২ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

ইতালিয়ান ওপেনে আর্জেন্টিনার দিয়েগো শয়ার্টসমানকে হারিয়ে শিরোপা জিতলেন নোভাক জকোভিচ। এই শিরোপার মধ্য দিয়ে রেকর্ড ৩৬টি এটিপি মাস্টার্স শিরোপা জেতা হলো তার। আর ইতালিয়ান ওপেনে জকোভিচের এটি পঞ্চম শিরোপা।

সোমবার রোমে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনার দিয়েগো শয়ার্টসমানকে ৭-৫, ৬-৩ গেমে হারিয়ে ম্যাচ নিজের করে নেন সার্বিয়ান তারকা। এই জয়ে এটিপি মাস্টার্স জয়ের তালিকায় রাফায়েল নাদালকে (৩৫) পেছনে ফেলে এখন শীর্ষে জকোভিচ। তালিকার তৃতীয় স্থানে আছে রজার ফেদেরার (২৮)।

ক’দিন আগেই ইউএস ওপেনে অপ্রত্যাশিতভাবে বাদ পড়ে যান জকোভিচ। লাইন জার্জের গায়ে বল মেরে ডিসকোয়ালিফাইড হয়েছিলেন। এরপর ইতালিয়ান ওপেনই ছিল তার প্রথম কোনো প্রতিযোগিতা। অন্যদিকে বলা যায়, এই শিরোপা জিতে ৩৩ বছর বয়সী ফরাসি তারকা ওপেনের প্রস্তুতি সারলেন দারুণভাবে।

শিরোপা জয়ের পর জকোভিচ বলেন, ‘আমি খুবই খুশি। দুর্দান্ত একটা সপ্তাহ কাটল। তবে খুবই চ্যালেঞ্জিং ছিল। আমি ভাবিনি যে এই সপ্তাহে আমি আমার সেরা টেনিসটা খেলতে পারবো। আমি খুব খুশি যে প্রয়োজনের মুহূর্তে আমি এই শিরোপাটা পেয়েছি।’
এএইচ/ এসএ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি