ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

২৫ ক্রিকেটার নিয়ে এইচপির ক্যাম্প শুরু আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৭, ৭ অক্টোবর ২০২০

তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের সূচি ও স্কোয়াড ঘোষণার দিন বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) স্কোয়াডও ঘোষণা করা হয়েছে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ বুধবার থেকেই শুরু হবে এইচপি দলের ট্রেনিং ক্যাম্প।

হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিট ক্যাম্পের জন্য ২৫ জনকে ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বরাবরের মতো এবারও এইচপি ক্যাম্পে তরুণ ক্রিকেটারদের প্রাধান্য দেওয়া হয়েছে। বিশেষ করে যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের রাখা হয়েছে এই ক্যাম্পে। 

স্কিল ক্যাম্পে থাকা ক্রিকেটার ও এইচপির ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটারদের নিয়েই ওয়ানডে টুর্নামেন্টের জন্য দল সাজিয়েছেন নির্বাচকেরা। জাতীয় দলের খেলোয়াড়রদের দেওয়া হয়েছে বিশ্রাম।

সোমবার ২৫ ক্রিকেটারের করোনা পরীক্ষা করানো হয়। প্রত্যেকের নেগেটিভ আসায় মাঠে ফেরার জন্য পুরোপুরি প্রস্তুত তারা। তিন দিনে তাদের স্কিল ও ফিটনেস ট্রেনিং হবে। এরপর সাত ক্রিকেটার যোগ দেবেন জাতীয় দলের স্কিল ক্যাম্পে, যেখানে তিন দলের একটি ওয়ানডে প্রতিযোগিতা হবে। বাকিরা একাডেমি ভবনে থেকে অনুশীলন করবেন।

এইচপি স্কোয়াড :
ব্যাটসম্যান : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়।
স্পিনার : মিনহাজুল আবেদিন আফ্রিদি, আমিনুল ইসলাম বিপ্লব, রকিবুল হাসান, হাসান মুরাদ, তানভির ইসলাম, রিশাদ হোসেন, মেহেদি হাসান।
পেসার : শরিফুল ইসলাম, শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, শাহিন আলম, সুমন খান, নোমান চৌধুরী সাগর, অভিষেক দাস, রেজাউর রহমান রাজা।
উইকেটরক্ষক: মাহিদুল ইসলাম অঙ্কন, আকবর আলী।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি