করোনায় আক্রান্ত রোনালদো
প্রকাশিত : ২২:৩৩, ১৩ অক্টোবর ২০২০
সুইডেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের একদিন আগেই বড় ধরনের দুঃসংবাদ পেল পর্তুগাল। মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ইউরোপের দেশটির জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও জুভেন্টাস তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। মঙ্গলবার (১৩ অক্টোবর) পর্তুগিজ ফুটবল ফেডারেশন-এর এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পর্তুগিজ ফুটবল ফেডারেশনের বিবৃতিতে জানানো হয়েছে, জুভেন্টাস উইঙ্গার ভালো আছেন। তার শারীরিক কোনো অসুবিধা এবং কোনো উপসর্গও নেই। তবে করোনা পজিটিভ হওয়ায় আগামী ২ সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকবেন রোনালদো।
যে কারণে আগামীকাল বুধবার রাতে উয়েফা ন্যাশনস লিগে সুইডেনের বিপক্ষে নামা হচ্ছে না রোনালদোর। এরইমধ্যে সেলফ-আইসোলেশনে চলে গেছেন তিনি।
এদিকে, রোনালদোর করোনা পজিটিভ হওয়ায় পর্তুগাল দলের বাকি সদস্যদেরও নতুন করে পরীক্ষা করানো হয়েছে। তবে সেই পরীক্ষায় আর কারো দেহে করোনা শনাক্ত হয়নি।
এনএস/