বঙ্গবন্ধু টি-টোয়েন্টির প্লেয়ার্স ড্রাফট ১২ নভেম্বর
প্রকাশিত : ২০:১১, ৭ নভেম্বর ২০২০
আসন্ন বঙ্গবন্ধু টি-টুয়েন্টি টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১২ নভেম্বর। পাঁচটি দলের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য আসন্ন এই টুর্নামেন্টের ড্রাফটে চারটি ক্যাটাগরিতে মোট ১৬০ জন খেলোয়াড় বাছাই করবে দলগুলো।
ক্যাটাগরিগুলো হলো- এ, বি, সি ও ডি। এমনটাই জানিয়েছেন বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনি জানান, আগামী ২১ বা ২২ নভেম্বর টুর্নামেন্ট শুরুর পরিকল্পনা করছে বিসিবি।
আকরাম খান বলেন, ‘খুব সম্ভবত আমরা ১২ নভেম্বর প্লেয়ার্স-ড্রাফট আয়োজন করবো। এজন্য ১৬০ জন খেলোয়াড়ের তালিকা করেছি। ৯ ও ১০ নভেম্বর ফিটনেস পরীক্ষা দিবে খেলোয়াড়রা।’
স্পন্সর বিষয়ে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান বলেন, ‘টুর্নামেন্টের স্পন্সর চূড়ান্ত হয়ে গেছে। তবে এখনও কিছু আনুষ্ঠানিকতা বাকী। সেগুলো চূড়ান্ত হলে, আমরা সবকিছু জানাবো।’
টুর্নামেন্টের ব্যাপারে আকরাম খান আরও বলেন, ‘খুব সম্ভবত ২১ বা ২২ নভেম্বর টুর্নামেন্ট শুরু করার পরিকল্পনা আছে আমাদের। এ, বি, সি ও ডি- এই চার ক্যাটাগরি করে আমরা প্লেয়ার দিচ্ছি। যেখানে আইকন খেলোয়াড় থাকবে ‘এ’ ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে পারিশ্রমিক ১৫ লাখ টাকার বেশি হবে। তবে এখনও সবকিছু চূড়ান্ত হয়নি।’
এই টুর্নামেন্টে প্রতিটি দলের কোচিং স্টাফও বিসিবি ঠিক করে দিচ্ছে জানিয়ে আকরাম বলেন, ‘আমরা ক্রিকেট বোর্ড থেকেই সবকিছু ঠিক করে দিচ্ছি। বিদেশিদের সঙ্গে দেশি অনেক কোচ-ট্রেইনার-ফিজিও-ফিল্ডিং কোচ-বোলিং কোচ আছে। প্রত্যেকটা দলকে একটা করে দেশি কোচও দেয়া হচ্ছে। তারা টিমের সাথেই থাকবে।’
নির্দিস্ট হোটেলে খেলোয়াড়-স্টাফরা একত্রে জৈব-সুরক্ষা বলয়ের মধ্যেই থাকবেন বলে জানান ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
এনএস/