ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

করোনায় আক্রান্ত হাবিবুল বাশার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৭, ১২ নভেম্বর ২০২০

টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও টেস্ট অধিনায়ক মোমিনুল হকের পর করোনায় আক্রান্ত হলেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক ও বর্তমানে বোর্ডের জাতীয় নির্বাচক হাবিবুল বাশার সুমন।

নিজের করোনা আক্রান্তের খবর নিশ্চিত করেছেন সাবেক এই অধিনায়ক। তিনি বলেন, ‘দুদিন থেকে জ্বর থাকায় পরীক্ষা করিয়েছি। বুধবার বিকেলে রিপোর্ট পেলাম। তাতে পজিটিভ এসেছে।’

তবে নির্বাচক হাবিবুল বাসারের পজিটিভ আসলেও তার স্ত্রী, সন্তানের পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। নিজ বাসায় কোয়ারেন্টিনে আছেন তিনি।

গত দুইদিন প্রচণ্ড জ্বর ছিল হাবিবুল বাশারের। পরিবারের সবাইকে নিয়ে মঙ্গলবার করোনা পরীক্ষা করিয়েছেন। বুধবার বিকেলে সেই পরীক্ষার রিপোর্টে পজিটিভ আসে। 

ক্রিকেট বোর্ডে নির্বাচকের দায়িত্ব থাকা হাবিবুল বাশার খেলোয়াড়দের পরখ করতে নিয়মিত মাঠে যাচ্ছিলেন। তবে জৈব সুরক্ষা বলয়ে ছিলেন।

তিনি জানিয়েছেন, ‘জ্বর এখনও আছে। আর চিকিৎসকের পরামর্শে হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা চালিয়ে যাব।’
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি