আইপিএল থেকে সরে দাঁড়ালেন জো রুট
প্রকাশিত : ১০:৪১, ১৩ ফেব্রুয়ারি ২০২১
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) চতুর্দশ নিলাম থেকে সরে দাঁড়ালেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। আগামী ১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে বসছে ২০২১ আইপিএলের নিলামের আসর।
বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলের চেয়ে এই সময় টেস্ট ক্রিকেটকে প্রাধান্য দিতে চান জো রুট, তাই নিলাম থেকে সরে দাঁড়ালেন ইংল্যান্ড অধিনায়ক। এখনও পর্যন্ত আইপিএলে নিজের নাম নথিভুক্ত করার সুযোগ হয়নি তার। তবে এ নিয়ে টানা তৃতীয়বার নিলামে নাম উঠেছিল এই ব্যাটসম্যানের।
টেস্ট ক্রিকেটে সূচির কথা ভেবে এবারও আইপিএলের নিলাম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন এই ইংলিশ ব্যাটসম্যান। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতলেই জুনে লর্ডসে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে ইংল্যান্ড।
ভারতের বিরুদ্ধে ৪ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড ক্রিকেট দল এখন ভারতে। ইতোমধ্যে প্রথম টেস্ট জিতে সিরিজে সেই সম্ভাবনা আরও জোরাল করেছে রুটবাহিনী। তাছাড়াও চলতি বছরে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড।
সম্প্রতি দারুণ ফর্মে রয়েছেন রুট। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি সেঞ্চুরি করেছিলেন রুট। লঙ্কার বিরুদ্ধে ২২৮ ও ১৮৬ রানের ইনিংস খেলেন তিনি। তারপর ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টেই ২১৮ রানের ইনিংস খেলেন ইংল্যান্ড অধিনায়ক। তার ব্যাটে ভর করে ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে ২২৭ রানে জেতে ইংল্যান্ড।
তবে আইপিএল থেকে সরে দাঁড়ানো প্রসঙ্গে রুট বলেন, ‘এটা কঠিন সিদ্ধান্ত। আইপিএলে খেলার জন্য আমি উদগ্রীব ছিলাম। আশা করি, সেটা করতে পারতাম। কিন্তু চলতি বছরে টেস্ট সূচির কথা ভেবে মনে হয়েছে এটা ঠিক সময় নয়।’
রুট আরও বলেন, ‘আমার সকল শক্তি আইপিএলে দিতে চাই না। সেটা ধরে রাখতে চাই। আমার কাছে ইংলিশ ক্রিকেটকে সেবা দেওয়া অগ্রাধিকার। সুতরাং কঠিন সিদ্ধান্তটা নিতে হল। আশা করি, আগামী বছর আইপিএলের সঙ্গে যুক্ত হতে পারব।’
এএইচ/ এসএ/