ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

গাড়ি দুর্ঘটনায় আহত টাইগার উডস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৪, ২৪ ফেব্রুয়ারি ২০২১

ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন টাইগার উডস। হাসপাতালে নেওয়ার পর এই গলফারের অস্ত্রোপচার হয়েছে। কিছুদিন আগে পিঠে অস্ত্রোপচার শেষে হাসপাতাল ছেড়েছিলেন তিনি। 

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাতে লস অ্যাঞ্জেলেস পুলিশের উদ্ধৃতি দিয়ে উডসের দুর্ঘটনায় পড়ার খবর দেয় বিবিসি।

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এক রাস্তায় মঙ্গলবার সকালে উডসের গাড়ি নিজে নিজেই উল্টে গড়াগড়ি খায়। এতে পায়ে মারাত্মক রকমের আঘাত পেয়েছেন উডস। উডসকে উদ্ধার করে দ্রুত হারবর-ইউসিএলএ মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে।   

বলা হয়, অন্য কোনো গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়নি; শুধু উডসের গাড়িই দুর্ঘটনার কবলে পড়ে। উল্টে গড়াগড়ি খাওয়ায় উডসের গাড়ি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

৪৫ বছর বয়সী এই মার্কিন গলফারকে উদ্ধার করেছে অগ্নিনির্বাপনকারী দল এবং প্যারামেডিকরা।

টাইগার উডসের এজেন্ট মার্ক স্টেইনবার্গ গলফ ডাইজেস্টকে জানিয়েছেন, হাসপাতালে নেওয়ার পর এই গলফারের অস্ত্রোপচার চলছে। গত মাসেই পঞ্চমবারের মতো তার পিঠে অস্ত্রোপচার হয়।

গলফের ১৫টি মেজর জেতা এই গলফারের পুরো নাম এলড্রিক টন্ট উডস। তবে গোটা বিশ্ব তাকে টাইগার উডস নামে চেনে। ১৯৭৫ সালের ৩০ ডিসেম্বর ক্যালিফোর্নিয়ার সাইপ্রেসে জন্ম হয় উডসের। তার পিতা আর্ল ও মাতা কুলটিল্ডা উডস। এই দম্পতির একমাত্র সন্তান টাইগার উডস।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি