ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

নিরাপদেই নিউজিল্যান্ডে পা রাখলেন টাইগাররা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৭, ২৪ ফেব্রুয়ারি ২০২১

চলমান করোনা মহামারী কিছুটা স্তিমিত হওয়ার পর নিজেদের প্রথম সফরে নিউজিল্যান্ডে গেল বাংলাদেশ ক্রিকেট দল। সাদা বলের সিরিজ খেলতে ইতোমধ্যে ক্রাইস্টচার্চে পা রেখেছে টাইগাররা। এবার তাদের কোয়ারেন্টাইনে থাকার পালা। ১৪ দিনের কড়া বিধিনিয়ম শেষে মাঠে নামতে পারবেন তামিম-রিয়াদরা।

এর আগে ২৩ ফেব্রুয়ারি বিকাল পৌনে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইনসে চড়ে নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা দেয় বাংলাদেশ দল। বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৫ মিনিটে ক্রাইস্টচার্চে পা রাখে টাইগাররা।

এ সফরে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজ শুরু হবে আগামী ২০ মার্চ। প্রায় এক মাস আগেই বাংলাদেশের নিউজিল্যান্ডে গমণের কারণ হলো তাদেরকে আগে সেখানে ৭ দিনের কোয়ারেন্টাইন পালন করতে হবে। তারপরে কুইন্সল্যান্ডে অনুশীলনে নামার সুযোগ পাবেন বাংলাদেশের ক্রিকেটাররা।

বাংলাদেশের আগে করোনা মহামারীর মধ্যেই নিউজিল্যান্ডে সফর করেছিল ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। কোভিড প্রটোকল ভাঙার দায়ে ওয়েস্ট ইন্ডিজের অনুশীলন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল দেশটির সরকার। এরপর পাকিস্তানকে ভুল করলেই দেশে ফেরত চলে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছিল। ফলে বাংলাদেশকে সেখানে খুবই সতর্কতার সাথে নিয়ম মেনে চলতে হবে।

একনজরে নিউজিল্যান্ড সফরের দল
তামিম ইকবাল, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, সৌম্য সরকার, নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ।

এক নজরে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি –

ওয়ানডে সিরিজ:
১ম ওয়ানডে: ২০ মার্চ, ইউনিভার্সিটি ওভাল, ডুনেডিন;
২য় ওয়ানডে: ২৩ মার্চ, হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চে;
৩য় ওয়ানডে: ২৬ মার্চ, বেসিন রিজার্ভ, ওয়েলিংটন।

টি-টোয়েন্টি সিরিজ:
১ম টি-টোয়েন্টি: ২৮ মার্চ, সেডন পার্ক, হ্যামিল্টন;
২য় টি-টোয়েন্টি: ৩০ মার্চ, ম্যাকলিন পার্ক, নেপিয়ার;
৩য় টি-টোয়েন্টি: ১ এপ্রিল, ইডেন পার্ক, অকল্যান্ড।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি