ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

পয়েন্ট হারিয়েছে ইউনাইটেড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৩, ৪ মার্চ ২০২১

ইংলিশ প্রিমিয়ার লিগে আবার হোঁচট খেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। চেলসির সঙ্গে গোলশূন্য ড্র করার পর ক্রিস্টাল প্যালেস রুখে দিল তাদেরকে। টানা দুই ম্যাচে পয়েন্ট হারিয়ে সিটি থেকে ৪ পয়েন্ট দূরে চলে গেল গুনার সুলশারের দলটি।

বুধবার রাতে ক্রিস্টালের মাঠের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। এই দলটিই বিপক্ষেই গত সেপ্টেম্বরে ঘরের মাঠে ৩-১ গোলে হেরে আসর শুরু করেছিল ইউনাইটেড।

চতুর্দশ মিনিটে আক্রমণে গিয়েও লক্ষ্যে রাখতে পারেনি ইউনাইটেড। নেমানিয়া মাতিচের জোরালো শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন গোলরক্ষক ভিসেন্তে গুয়াইতা। এছাড়া প্রথমার্ধের বাকি সময়ে আর ভোলো কোনো সুযোগ তৈরি করতে পারেনি সফরকারীরা। 

দ্বিতীয়ার্ধেও ক্রিস্টালের রক্ষণ ভাঙতে পারেনি ইউনাইটেড। শেষ দিকে ডি-বক্সে বল পেয়ে ক্রসবারের ওপর দিয়ে উড়িয়ে মারেন ম্যাসন গ্রিনউড। তবে শেষ সময়ে গোল খেতে বসেছিল ইউনাইটেড, দলকে সেভ করের ডিন হেন্ডারসন।

পুরো ম্যাচে শুরুর ওই একটি ছাড়া কোন শট লক্ষ্যে রাখতে পারেনি সুলশারের শিষ্যরা।

২৭ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। লেস্টার সিটি তৃতীয় স্থানে, তাদের পয়েন্ট ৫০।

ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ২৬ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে চারে, ১ পয়েন্ট কম নিয়ে চেলসি আছে পাঁচে। আর চ্যাম্পিয়ন লিভারপুল ৪৩ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি