ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩২, ২৯ মার্চ ২০২১ | আপডেট: ২২:০৭, ২৯ মার্চ ২০২১

অপরাজিত নেপালের বিপক্ষে ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালের প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। খেলার ১৮ ও ৪২তম মিনিটে গোল দুটি হজম করেছে জেমি ডে’র শিষ্যরা।

আজ সোমবার নেপালের কাঠমান্ডুস্থ দশরথ স্টেডিয়ামে খেলার ১৮তম মিনিটেই নেপালের আক্রমণ থেকে কর্নারের বিনিমিয়ে দারুণ এক সেভ করেছিলেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো। কিন্তু ওই কর্নার থেকেই গোল আদায় করে নেয় স্বাগতিকরা। ডিফেন্ডারের ফিরিয়ে দেয়া বল বাংলাদেশের একাধিক খেলোয়াড়ের পায়ের ফাঁক দিয়ে জালে পাঠান সানজগ রাই।

৪২ত্ম মিনিটে এসে দ্বিতীয় গোলটি করেন বিশাল রাই। যাতে প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ায় ম্যাচে ফেরা এখন কঠিন বাংলাদেশের জন্য। প্রথমার্ধে নেপাল যে চাপ প্রয়োগ করে খেলেছে, দ্বিতীয়ার্ধে ফিরেও তা অব্যাহত রেখেছে। তবে খেলার ৭৩ মিনিটেও গোলের দেখা পায়নি জামাল ভুঁইয়ার দল।

বাংলাদেশ একাদশ:
আনিসুর রহমান জিকো, সাদ উদ্দিন, রিয়াদুল হাসান, মেহেদী হাসান মিঠু, রিমন হোসেন, জামাল ভূঁইয়া, মানিক মোল্লা, রাকিব হোসেন, মেহেদী হাসান রয়েল, মতিন মিয়া, সুমন রেজা।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি