ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

দৈন্যদশা অব্যাহত কলকাতার, দুইয়ে দিল্লী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৪, ৩০ এপ্রিল ২০২১

মাত্র ১৮ বলে ফিফটি হাঁকানো পৃথ্বী শ

মাত্র ১৮ বলে ফিফটি হাঁকানো পৃথ্বী শ

চলমান আইপিএলের ২৫তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ৭ উইকেটে হারিয়ে টেবিলে দুইয়ে পৌঁছল দিল্লি ক্যাপিটালস। কলকাতার করা ১৫৪ রানের জবাবে ২১ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ঋষভ পান্টের দল।

এ নিয়ে সাত ম্যাচ খেলে পঞ্চমবারের মতো হারের মুখ দেখলো ইয়ন মরগ্যানের দল। অন্যদিকে, সাত ম্যাচের মধ্যে পাঁচটিতেই জিতেছে দিল্লী ক্যাপিটালস দল।

বৃহস্পতিবার রাতে মোতেরায় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লী ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পান্ট। প্রথমে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে কলকাতা করে ২৫ রান। দলীয় ২৫ রানে নিতিশ রানাকে ফিরিয়ে কলকাতা শিবিরে প্রথম আঘাত হানেন অক্সার প্যাটেল।

দ্বিতীয় উইকেটে ৪৪ রানে জুটির পথে ১৭ রান করে আউট হন রাহুল ত্রিপাঠি। এরপর দলে ৫ রান যোগ করতেই একই ওভারে এক বলের ব্যবধানে ২ বলে শূন্য রানে মরগ্যান ও প্রথমে বলেই গোল্ডেন ডাকে আউট হন সুনীল নারাইন! আবারও ব্যাট হাতে ব্যর্থ তিনি। ফলে ৭৫ রানে ৪ উইকেট হারিয়ে তখন বিপাকে কলকাতা।

কিছুক্ষণ না যেতেই একপ্রান্তে আগলে রাখা শুভমান গিলও ফেরেন ৩৮ বলে ৪৩ রান করে। দলীয় ৮২ রানেই কলকাতার অর্ধেক ব্যাটসম্যান তখন প্যাভিলিয়নে! ষষ্ঠ উইকেটে দীনেশ কার্তিকের এক ছয় এক চারে ১০ বলে ১৪ রানে আশার আলো দেখালেও তিনিও ফেরেন দ্রুতই!

একপ্রান্তে তখনও ঠায় দাঁড়িয়ে আন্দ্রে রাসেল। আরেকপ্রান্তে তার সাথে জুটি গড়েন প্যাট কামিন্স। ১৭ ওভারে দলের স্কোর ছয় উইকেটে ১১২ রান। আন্দ্রে রাসেল ১৮ বলে অপরাজিত ছিলেন মাত্র ১৬ রানে!

শেষ তিন ওভারে রাসেল ঝড়ে ৪২ রান তুলে কলকাতা নাইট রাইডার্স। ২৭ বলে ২ চার ও ৪ ছক্কায় অপরাজিত ৪৫ রান করেন আন্দ্রে রাসেল! প্রথম ১৮ বলে ১৬ রান করা রাসেল শেষ ৯ বলে করেন ২৯ রান! যাতে শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করে কলকাতা নাইট রাইডার্স। ১৩ রানে দুই উইকেট নেন ললিত যাদব ও ৩২ রানে দুই উইকেট নেন অক্সার প্যাটেল।

জবাবে লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে প্রথম ওভারের প্রথম বলে ওয়াইড পেলেও পরের ৬টি লিগ্যাল ডেলিভারির ছয়টিতেই চার মারেন দিল্লির ওপেনার পৃথ্বী শ! আজিঙ্কা রাহানের পর আইপিএলে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়েন তিনি।

মাত্র ১৮ বলেই পৃথ্বী তুলে নেন দুর্দান্ত ফিফটি; যা কিনা এবারের আসরের দ্রুততম ফিফটি। এছাড়া দিল্লির হয়ে এটি তৃতীয় দ্রুততম ফিফটি। যাতে ১৩.৫ ওভারের ওপেনিং জুটিতেই আসে ১৩২ রান! ওই সময় কামিন্সের বলে লেগ বিফোরের শিকার হয়ে শিখর ধাওয়ান আউট হলে প্রথম উইকেটের পতন ঘটে দিল্লীর। এরপর ঋষভ পাণ্টের ক্যামিওতে সহজতর হয়ে যায় দিল্লীর জয়।

তবে শেষ দিকে যখন দলের জয়ে আর ৯ রান প্রয়োজন তখনই ৪১ বলে ৮২ রান করে ক্যাচ দিয়ে ফিরেন ম্যাচ সেরা পৃথ্বী শ। একই ওভারে ফেরেন ৮ বলে ১৬ রানের ক্যামিও ইনিংস খেলা অধিনায়ক পাণ্ট। শেষ পর্যন্ত ওই ৩ উইকেট হারিয়েই ২১ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় দিল্লি ক্যাপিটালস।

এই জয়ে সাত ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে পৌঁছল দিল্লী। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে রান রেটের হেরফেরে শীর্ষে চেন্নাই, আর তিন নম্বরে কোহলির ব্যাঙ্গালুরু। রাজস্থানকে হারানো মুম্বাই ৬ পয়েন্ট নিয়ে উঠে এসেছে চার নম্বরে। মাত্র চার পয়েন্ট নিয়ে পাঁচে কেকেআর।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি