ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

লঙ্কান শিবিরে করোনা, সিরিজের ভাগ্য নির্ধারণ সোয়া ১১টায়!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৪, ২৩ মে ২০২১

শ্রীলঙ্কা ক্রিকেট দল

শ্রীলঙ্কা ক্রিকেট দল

মহামারী করোনা হানা দিয়েছে সফরকারী শ্রীলঙ্কা শিবিরে। লঙ্কান ৩ সদস্য করোনা আক্রান্ত হওয়ায় স্বাগতিক বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। দুই বোর্ডের আলোচনার ভিত্তিতে অল্প কিছুক্ষণের মধ্যেই আসবে সিদ্ধান্ত।

সিরিজ চলাকালীন জৈব সুরক্ষা বলয়ে থাকা কোনও সদস্য করোনা আক্রান্ত হলে কী করণীয়, তা স্পষ্ট করেই বলে দেয়া আছে আইসিসির গাইডলাইনে। সেই গাইডলাইন অনুযায়ী, এখন করোনা আক্রান্ত ৩ লঙ্কানের ফের নমুনা পরীক্ষা করা হবে।

সেই পরীক্ষায় নেগেটিভ এলে আগের পরীক্ষার ফলাফল ফলস পজিটিভ হিসেবে গণ্য হবে। সেক্ষেত্রে নির্ধারিত সময়ে ম্যাচ তথা সিরিজ আয়োজনে কার্যত কোনও বাধা থাকবে না। তবে দ্বিতীয় পিসিআর টেস্টেও যদি তারা ৩ জন বা অন্তত যে কোনও ১ জন পজিটিভ হিসেবে শনাক্ত হন, তাহলে প্রথম ম্যাচ বা সিরিজ আয়োজন নিয়ে সংশয় তৈরি হবে। সেক্ষেত্রে আইসিসির গাইডলাইন অনুযায়ী, সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট দুই বোর্ড।

সেক্ষেত্রে বাংলাদেশ সময় বেলা সোয়া ১১টার দিকে সিরিজের ভাগ্য নির্ধারণ করবে বিসিবি। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়ানোর কথা ছিল আজ রোববার বাংলাদেশ সময় দুপুর ১টায়।

প্রসঙ্গত, সর্বশেষ নমুনা পরীক্ষায় রিপোর্টে পজিটিভ এসেছেন লঙ্কান বোলিং কোচ চামিন্দা ভাস, অলরাউন্ডার ইসুরু উদানা ও নতুন পেসার শিরান ফার্নান্দো।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি