মাঠে গড়ালো ঢাকা প্রিমিয়ার লিগ
প্রকাশিত : ১০:০২, ৩১ মে ২০২১
মহামারি করোনাভাইরাসের কারণে ১৪ মাসের বেশি সময় বিরতির পর আবার মাঠে গড়িয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ। দেশের শীর্ষস্থানীয় ১২টি ক্লাব এতে অংশ নিবে। আজ বিকেএসপির দুটি মাঠ ও মিরপুর শের-ই-বাংলায় সকাল ৯টায় মাঠে গড়িয়েছে ঘরোয়া ক্রিকেট লিগ।
মিরপুরে টস জিতে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ব্যাটিংয়ে পাঠিয়েছে আবাহনী লিমিটেড। বিকেএসপিতে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ব্যাটিং করছে ব্রাদার্স ইউনিয়ন। দুপুর দেড়টায় একই মাঠগুলোতে শুরু হবে দ্বিতীয় ম্যাচ।
টি-টোয়েন্টি সংস্করণে এবারের ঢাকা লিগ, গত বছর এক রাউন্ডের পরই স্থগিত হওয়া লিগেরই ধারাবাহিকতা এটি। ক্রিকেটার, ক্লাব ও বিসিবি কর্মকর্তা সবার জন্যই স্বস্তির লিগ এটি। যেটাকে সফল করতে বায়োসিকিউর বাবলে পাঁচতারকা হোটেলে রাখা হয়েছে দলগুলোকে।
বিসিবি’র নিজ খরচে ১২টি ক্লাবের খেলোয়াড়, কর্মকর্তা ও ম্যাচ অফিসিয়ালদের জৈব সুরক্ষা বলয়ে রাখা হয়েছে। নিয়মিত তাদের করোনা পরীক্ষার পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষাও করা হবে জানিয়েছে আয়োজকরা। খেলোয়াড়দের স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিত করতে বিকেএসপি ও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গড়ে তোলা হয়েছে বায়োসিকিউর বাবল।
যে কারণে জাতীয় দলের ক্রিকেটারদের অনুরোধের পরও বাসায় থেকে লিগে খেলার অনুমতি দেওয়া হয়নি বলে জানান বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী।
টি-টোয়েন্টি সংস্করণে এবারের লিগে দিনে খেলা হবে ছয়টি করে ম্যাচ। বিকেএসপি তিন ও চার নম্বর মাঠে চারটি আর মিরপুরে দুটি। ডিপিএলের এ আসরের স্পন্সর ওয়ালটন গ্রুপ। প্রতি ম্যাচের সেরা খেলোয়াড়কে আকর্ষণীয় ট্রফি এবং টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি দেবে ওয়ালটন।
শীর্ষ ১২টি দলের খেলোয়াড় তালিকা :
আবাহনী লিমিটেড
নাঈম শেখ, লিটন দাস, মুশফিকুর রহীম, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন, আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, তাইজুল ইসলাম, আরাফাত সানি, শহিদুল ইসলাম, তানজিব হাসান সাকিব, মেহেদি হাসান রানা, তৌহিদুল ইসলাম রাসেল, মুনিম শাহরিয়ার, শাহিন আলম, রাকিবুল ইসলাম রাজা, একেএস স্বাধীন।
পারটেক্স স্পোর্টিং ক্লাব
রবিউল ইসলাম, সাখির হোসেন শুভ্র, নিহাদ উজ জামান, আব্বাস মুসা আলভি, জয়নুল ইসলাম, হাসানুজ্জামান, সায়েম আলম রেজভি, মইন খান, তাসামুল হক, জুবাইর হোসেন লিখন, নাজমুল হোসেন মিলন, শাহবাজ চৌহান, ধীমান ঘোষ, ইজহারুল ইসলাম কানন, রনি হোসেন, মোসাদ্দেক ইফতেখার রাহি, শফিউল হায়াত হৃদয়।
প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব
ফরহাদ রেজা, মার্শাল আইয়ুব, এনামুল হক জুনিয়র, শরিফুল্লাহ, ফজলে রাব্বি মাহমুদ, তাইবুর রহমান পারভেজ, সাইফ হাসান, কামরুল ইসলাম রাব্বি, ইমরানউজ্জামান, রাইহান উদ্দিন, আবু সায়েম চৌধুরি, আসিফ আহমেদ রাতুল, জয়রাজ শেখ ইমন, রেজাউর রহমান রাজা, তৌকির খান, তৌফিক খান, শফিকুল ইসলাম।
ব্রাদার্স ইউনিয়ন
মিজানুর রহমান, জুনায়েদ সিদ্দিকী, মোহাম্মদ শাহজাদা, হাবিবুর রহমান জনি, জাহিদুজ্জামান সাগর, সাখাওয়াত হোসেন সাইমন, নাঈম ইসলাম জুনিয়র, মেহেদি হাসান, মাইশুকুর রহমান, তুষার ইমরান, আলাউদ্দিন বাবু, সাকলাইন সজিব, রাহাতুল ফেরদৌস জাভেদ, নুরুজ্জামান, সুজন হাওলাদার, জাবিদ হোসেন, জসিম উদ্দিন, আব্দুল গাফফার রনি, রাসেল আল মামুন, আব্দুল কাইয়ুম তুহিন, সাহাদাত হোসেন রাজিব।
লিজেন্ডস অব রূপগঞ্জ
নাঈম ইসলাম, জাকের আলি অনিক, মোহাম্মদ শহিদ, নাবিল সামাদ, আজমির আহমেদ, মুক্তার আলি, মেহদি মারুফ, সাদমান ইসলাম, পিনাক ঘোষ, আল-আমিন জুনিয়র, শামসুল ইসলাম, সাব্বির রহমান, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, সোহাগ গাজি, সানজামুল ইসলাম ও রয়েল মিয়া।
শেখ জামাল ধানমন্ডি ক্লাব
কাজী নুরুল হাসান সোহান, জিয়াউর রহমান, নাসির হোসেন, তানভির হায়দার, মোহাম্মদ ইলিয়াস, ফারদিন হাসান অনি, এনামুল হক এনাম, সালাউদ্দিন শাকিল, মিনহাজুল আবেদিন আফ্রিদি, মেহরাব হোসেন জোশি, ইমরুল কায়েস, মোহাম্মদ আশরাফুল, সোহরাওয়ার্দি শুভ, এবাদত হোসেন চৌধুরি, সাকিল আলি, আব্দুল হালিম।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব
তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয়, রকিবুল হাসান, অলক কাপালি, রনি তালুকদার, অমিত মজুমদার, আরাফাত সানি জুনিয়র, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, রুবেল মিয়া, নাহিদুল ইসলাম, মনির হোসেন খান, নাঈম হাসান, দেলোয়ার হোসেন, নাজমুল ইসলাম অপু, কাজি কামরুল, আলি মোহাম্মদ ওয়ালিদ, তারিকুল ইসলাম।
গাজী গ্রুপ ক্রিকেটার্স
মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক, আরিফুল হক, সৌম্য সরকার, মেহেদি হাসান, ইয়াসির আলি রাব্বি, নাসুম আহমেদ, জাকির হাসান, হাসান মাহমুদ, সনজিত সাহা দীপ, আকবর আলি, শাহাদাত হোসেন দীপু, নাহিদ হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ, রাকিবুল আতিক।
মোহামেডান স্পোর্টিং ক্লাব
সাকিব আল হাসান (নতুন করে দলভুক্ত), তাসকিন আহমেদ, আসিফ হোসেন মিতুল, শাকিল হোসেন, মাহমুদুল হাসান, শামসুর রহমান শুভ, শুভাগত হোম চৌধুরি, নাদিফ চৌধুরী, পারভেজ হোসেন ইমন, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, ইয়াসিন আরাফাত মিশু, ইরফান শুক্কুর, রয়েল আহমেদ।
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি
মেহেদি হাসান মিরাজ, মিনহাজুর রহমান, ফরহাদ হোসেন, ইমতিয়াজ হোসেন চৌধুরি, সৈয়দ খালেদ হোসেন, নূর হোসেন সাদ্দাম, সালমান হোসেন ইমন, টিপু সুলতান, রনি চৌধুরি, জহুরুল ইসলাম অমি।
ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব
আনিসুল ইসলাম ইমন, রায়হান রাফসান, মোহাইমিনুল খান সৌরভ, মোহাম্মদ রাকিব, মিনহাজুল আবেদিন সাব্বির, রাকিবুল হাসান, আলিস আল ইসলাম, মোহাম্মদ সেন্টু, হামিদুল ইসলাম শিমুল, গাজি সোহেল রানা সাগর, আসাদুজ্জামান পায়েল, রাহওয়াত আলি, মাহমুদুল হাসান জয়, মোহাম্মদ রশিদ, রাখিন আহমেদ, আমিত হাসান, শানাজ আহমেদ।
শাইনপুকুর ক্রিকেট ক্লাব
তানজিদ হাসান তামিম, সাব্বির হোসেন, তৌহিদ হৃদয়, মহিদুল ইসলাম ভুঁইয়া, মোহর শেখ অন্তর, প্রিতম কুমার, রবিউল ইসলাম, সাজ্জাদুল হক রিপন, হাসান মুরাদ, তানভির ইসলাম, সুমন খান, রবিউল হক, ইফতেখার সাজ্জাদ রনি, শেখ জুবায়ের হোসেন সাকিব, আশিকুর রহমান নাবিল, অভিষেক দাস।
এএইচ/