ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ফ্রেঞ্চ ওপেন জয়ের পর ওসাকাকে জরিমানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৭, ৩১ মে ২০২১

Ekushey Television Ltd.

অস্ট্রেলিয়ান এবং ইউএস ওপেন জয় করলেও ফ্রেঞ্চ ওপেন ছিল অধরা। গতকালই ৬৩তম বাছাই রুমানিয়ার প্যাট্রিসিয়া মারিয়া টিগকে ৬-৪, ৭-৬ (৭/৪) গেমে পরাজিত করে ফ্রেঞ্চ ওপেনে নিজের শুভ সূচনা করেন নাওমি ওসাকা। তবে খেলা শেষে সংবাদ সম্মেলনে অংশ না নেওয়ায় ১৫ হাজার ডলার জরিমানা করা হয়েছে তাকে। 

আজ সোমবার (৩১ মে) এ খবর প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট। বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে নাওমির অবস্থান এখন দুইয়ে।

এর আগে ওসাকা ঘোষণা দিয়েছিলেন যে, ‘তিনি ফ্রেঞ্চ ওপেনে খেলার পর সংবাদ সম্মেলনে অংশ নেবেন না। কারণ সংবাদ সম্মেলনে একই প্রশ্ন বার বার করা হয়। এতে মনের ওপর চাপ বাড়ে। খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্যের সুরক্ষার প্রয়োজন আছে।’

নিয়ম ভেঙ্গে সংবাদ সম্মেলনে অংশ না নেওয়ায় ওসাকাকে সতর্ক করেছে আয়োজক কর্তৃপক্ষ। এ বিষয়ে এক বিবৃতিতে ওসাকাকে এ ধরনের টুর্নামেন্ট থেকে বহিষ্কারেরও হুমকি দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, ২৩ বছর বয়সী ওসাকা হ্যামস্ট্রিং ইনজুরির কারণে গত বছর ফ্রেঞ্চ ওপেন খেলতে পারেননি। তবে এবার মাঠে নামার পরই তিনি খুব বেশিক্ষণ লড়তে দেননি প্রতিপক্ষ ৬৩তম বাছাই প্যাট্রিসিয়া মারিয়া টিগকে। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি